সংক্ষিপ্ত প্রশ্ন: রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলি আলোচনা কর।
ভূমিকা: রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, যা মানুষের রাজনৈতিক জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়। প্রাচীন গ্রিসের দার্শনিক প্লেটো ও এরিস্টটলের মতে, সুন্দর ও মঙ্গলময় জীবন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের অস্তিত্ব অপরিহার্য। রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলি হলো সেসব কাজ, যেগুলো না হলে রাষ্ট্রের অস্তিত্ব টিকে থাকা সম্ভব নয়।
অপরিহার্য কার্যাবলি:
১. প্রশাসন পরিচালনা:
প্রশাসন পরিচালনার জন্য সরকারকে আইন বিভাগের প্রণীত আইন দ্বারা শাসনব্যবস্থা গঠন করতে হয়। প্রশাসনিক কার্যক্রমের সুষ্ঠু পরিচালনার জন্য নীতিমালা প্রণয়ন, কর্মচারী নিয়োগ, এবং প্রশিক্ষণের ব্যবস্থা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ।
২. সার্বভৌমত্ব রক্ষা:
রাষ্ট্র গঠনে যেমন সার্বভৌমত্ব অপরিহার্য, তেমনি এটি হারালে রাষ্ট্র বিলুপ্ত হয়। সার্বভৌমত্ব রক্ষা করা রাষ্ট্রের অন্যতম অপরিহার্য কার্যাবলি।
৩. অর্থনৈতিক কার্যক্রম:
রাষ্ট্রের কার্যাবলি পরিচালনার জন্য পর্যাপ্ত অর্থের প্রয়োজন। তাই কর নির্ধারণ ও সুষ্ঠুভাবে আদায় করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ।
৪. বিচারকার্য:
ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রকে একটি কার্যকর বিচার বিভাগ গঠন করতে হয়। দক্ষ ও সৎ বিচারক নিয়োগের মাধ্যমে বিচারপ্রক্রিয়া সুষ্ঠু ও কার্যকর করা হয়।
৫. আইন প্রণয়ন:
রাষ্ট্রকে আইন প্রণয়ন, সংশোধন এবং প্রয়োগ নিশ্চিত করতে হয়। সুনির্দিষ্ট আইন ছাড়া সুশাসন সম্ভব নয়।
৬. নাগরিক অধিকার রক্ষা:
আধুনিক রাষ্ট্রের একটি অপরিহার্য কার্যাবলি হলো নাগরিকের মৌলিক অধিকার রক্ষা। এটি নাগরিকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
0 মন্তব্যসমূহ