প্রশ্ন ২: রাষ্ট্রের উপাদানসমূহ আলোচনা কর।
ভূমিকা: মানুষ সামাজিক জীব, তাই তারা সংঘবদ্ধভাবে বসবাস করে। রাষ্ট্র হলো মানুষের সংঘবদ্ধ জীবনের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান। এটি মানুষের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনব্যবস্থা পরিচালনা করে। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় রাষ্ট্রের উপাদানসমূহ একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত। নিচে রাষ্ট্রের উপাদানসমূহ নিয়ে আলোচনা করা হলো।
রাষ্ট্রের উপাদান: রাষ্ট্রের উপাদানকে প্রধানত দু’টি ভাগে ভাগ করা যায়:
১. মুখ্য উপাদান
২. গৌণ উপাদান
ক. মুখ্য উপাদান: মুখ্য উপাদান বলতে বোঝায়, যে উপাদানগুলো রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য।
খ. গৌণ উপাদান: গৌণ উপাদান হলো, যে উপাদানগুলো রাষ্ট্রের জন্য অতিপ্রয়োজনীয় নয়, তবে রাষ্ট্রের কার্যক্রমে সহায়ক।
মুখ্য উপাদান: রাষ্ট্রের চারটি মুখ্য উপাদান রয়েছে:
১. নির্দিষ্ট ভূখণ্ড
২. জনসমষ্টি
৩. সরকার
৪. সার্বভৌমত্ব
গৌণ উপাদান: রাষ্ট্রের গৌণ উপাদান তিনটি:
১. স্থায়িত্ব
২. স্বীকৃতি
৩. সাম্য
0 মন্তব্যসমূহ