রাষ্ট্রের সংজ্ঞা দাও


প্রশ্নঃ রাষ্ট্রের সংজ্ঞা দাও।

ভূমিকা:
মানুষ সামাজিক জীব। তাই তারা সংঘবদ্ধভাবে বসবাস করে। রাষ্ট্র হলো সংঘবদ্ধ মানুষের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান। এটি সমাজ তথা রাষ্ট্রের মানুষের জীবনপ্রণালী নিয়ে আলোচনা করে এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে।

রাষ্ট্রের সংজ্ঞা:
রাষ্ট্র সাধারণভাবে বলতে বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য গঠিত একটি আবশ্যিক সংগঠন। রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্নভাবে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন:

  • রাষ্ট্রপতি উইলসন (Wilson) বলেছেন,
    “কোন নির্দিষ্ট ভূখণ্ডে আইন অনুসারে সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে।”

  • অধ্যাপক অ্যালমন্ড ও কেলেম্যান (Almond and Coleman) বলেছেন,
    “The political system is the legitimate order maintaining or transforming system in society.”

  • রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল (Aristotle) বলেছেন,
    “রাষ্ট্র হলো কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি, যার উদ্দেশ্য হলো একটি স্বয়ংসম্পূর্ণ জীবন।”

  • ওপেনহেইম বলেছেন,
    “কোন জনসমষ্টি যদি নিজস্ব সার্বভৌম সরকারের অধীনে কোনো নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, তাকে রাষ্ট্র বলে।”

  • হেগেল রাষ্ট্রকে পৃথিবীতে বিধাতার পদার্পণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন,
    “A man is what he is because of the state and he is not what he is without the state.”

উপসংহার:
উপরের আলোচনার মাধ্যমে বলা যায়, রাষ্ট্র একটি সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, যা নিজস্ব ভূখণ্ড, জনগণ এবং সার্বভৌম সরকার নিয়ে গঠিত। এটি মানুষের জীবনকে সুশৃঙ্খল ও স্বয়ংসম্পূর্ণ করার জন্য কাজ করে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক