বানানপদ্ধতি লেখঃ বিশ্লেষণ, ঘণ্টা, অধিবাসিগণ মালিনী, অৰ্চনা


প্রশ্নঃ নিম্নলিখিত বানানগুলো বাংলা বানানের কোন কোন নিয়মের অন্তর্ভুক্ত লেখঃ বিশ্লেষণ, ঘণ্টা, অধিবাসিগণ মালিনী, অৰ্চনা।

প্রশ্নোল্লিখিত শব্দগুলোর বানানপদ্ধতি নিম্নে আলোচনা করা হলো- 

বিশ্লেষণঃ ণ-ত্ব বিধান ঘটিত নিয়ম। ণ-ত্ব বিধান অনুসারে মূর্ধন্য-ষ এর পর মূর্ধন্য-ণ হয়ে থাকে।

ঘণ্টাঃ ণ-ত্ব বিধান ঘটিত নিয়ম। ট-বর্গের সাথে দন্ত্য-ন মূর্ধন্য-ণ রূপে ব্যবহার হয়। অধিবাসিগণ : প্রত্যয় ঘটিত নিয়ম। গণ-প্রত্যয় যোগ হওয়াতে শব্দের শেষের ঈ-কার না হয়ে ই-কার হয়েছে। অধিবাসী+গণ = অধিবাসিগণ।

মালিনীঃ ঈ-কার ঘটিত নিয়ম। ব্যক্তি নির্দেশ করতে শব্দের শেষে ঈ-প্রত্যয় যোগ হয়৷

অর্চনাঃ সাধারণ নিয়ম। শব্দটি মূলত এভাবেই গঠিত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক