বাংলা বানানে ক্ষ, মূর্ধন্য-ণ ও দন্ত্য-ন-এর ব্যবহার আলোচনা কর


প্রশ্নঃ বাংলা বানানে ক্ষ, মূর্ধন্য-ণ ও দন্ত্য-ন-এর ব্যবহার আলোচনা কর।

বাংলা বানানে ক্ষ-এর ব্যবহারঃ ক্ষীর, ক্ষুর ও ক্ষেত শব্দ খির, খুর ও খেত না লিখে সংস্কৃত মূল অনুসরণে ক্ষীর, ক্ষুর ও ক্ষেত-ই লিখতে হবে। তবে অ-তৎসম শব্দ খুদ, খুদে, খুর, খেপা, খিধে ইত্যাদি লিখতে হবে।

মূর্ধন্য-ণ ও দন্ত্য-ন-এর ব্যবহারঃ ১. তৎসম শব্দের বানানে মূর্ধন্য-ণ- এর নিয়ম ও শুদ্ধতা রক্ষা করতে হবে। এছাড়া তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র কোনো শব্দের বানানে ণ-ত্ব বিধি মানা হবে না; অর্থাৎ ণ ব্যবহার করা হবে না। যেমন- অঘ্রান, ইরান, কান, কুরআন, গুনতি, গোনা, ঝরনা, ধরন, পরান, সোনা, হর্ন ইত্যাদি।

২. তৎসম শব্দে ট ঠ ড ঢ়-এর পূর্বে ণ হয়। যেমন- কণ্টক, লুণ্ঠন, প্রচণ্ড। কিন্তু তৎসম ছাড়া অন্য সকল শব্দের ক্ষেত্রে ট ঠ ড ঢ-এর আগে দন্ত-ন হবে।

৩. বাংলা ক্রিয়ায় মূর্ধন্য-ণ ব্যবহার হয় না। সেখানে ‘ন' ব্যবহার করতে হয়। যেমন- করেন, পড়েন, খান, আসুন, ধরেন ইত্যাদি।

৪. সমাসবদ্ধ পদের পূর্বপদে ঋ, র, ষ থাকলে পরপদে মূর্ধন্য ণ হয় না। যেমন- ত্রিনয়ন, মৃগনাভি, দুর্নীতি ইত্যাদি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক