য-ফলা ব্যবহারের নিয়মগুলো লিখ


প্রশ্নঃ বাংলা বানানে য-ফলা ব্যবহারের নিয়মগুলো উদাহরণসহ লেখ।

বাংলা বানানে য-ফলা ব্যবহারের নিয়মঃ বাংলা বানানে য-ফলা ( ্য) ব্যবহারের নিয়মগুলো নিম্নে উপস্থাপন করা হলো-

১. ই বা ঈ-কারের পর ই, ঈ ভিন্ন অন্য স্বরবর্ণ থাকলে ই বা ঈ-কার স্থানে য-ফলা হয়ে থাকে। যেমন- অতি + অন্ত অত্যন্ত, অতি + অধিক = অত্যধিক, প্রতি + ঊষ= প্রত্যূষ ইত্যাদি।

২. বিশেষণ পদের শেষে র-ফলা বা রেফ থাকলে এবং পদটি বিশেষণ থেকে বিশেষ্য পদে পরিণত হলে য-ফলা ব্যবহার হয়। যেমন- দরিদ্র > দারিদ্র্য, দীর্ঘ > দৈর্ঘ্য, বিচিত্র > বৈচিত্র্য ইত্যাদি।

৩. কতক বিশেষ্য পদে স্বভাবতই য-ফলা ব্যবহার হয়। যেমন- আলোচ্য, অনিন্দ্য, কার্পণ্য ইত্যাদি।

৪. মূল শব্দের সাথে ষ্ণ্য প্রত্যয়যোগে গঠিত সাধিত শব্দের শেষে য-ফলা ব্যবহার হয়ে থাকে। যেমন- দিতি + ষ্ণ্য = দৈত্য, সুহৃদ + ষ্ণ্য = সৌহাদ্য ইত্যাদি।

৫. ঔচিত্য বুঝাতে পদের শেষে য-ফলা ব্যবহার হয়। যেমন- কর্তব্য, কাম্য, পাঠ্য, মান্য ইত্যাদি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক