উত্তরঃ সরকারী আইন ও বে-সরকারী আইন (Private Law and Public Law) এর মধ্যে সম্পর্ক নিম্নরূপঃ
সরকারী আইনঃ সরকারী আইন মূলতঃ জনস্বার্থ সম্পর্কিত আইন। সরকারের বিভিন্ন অঙ্গ, রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এবং সরকার ও জনগণের মধ্যে সম্পর্ক নির্ধারণ করার জন্য সরকারী আইন প্রণীত হয়ে থাকে। অর্থাৎ জনগণের সার্বিক স্বার্থ নিয়ন্ত্রণের জন্য যে আইন প্রণীত হয় তা হচ্ছে সরকারী আইন। চুরি, ডাকাতি, খুন ইত্যাদির মত অপরাধ সামাজিক শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করে। তাই জনস্বার্থের খাতিরে রাষ্ট্র নিজেই বাদী হয়ে এক্ষেত্রে মামলা দায়ের করে। এভাবে সরকারী আইন প্রয়োগ করা হয়।
বেসরকারী আইনঃ বেসরকারী আইন হচ্ছে মূলতঃ ব্যক্তিস্বার্থ সম্পর্কিত। ব্যক্তির সহিত ব্যক্তি সম্পর্ক নিয়ন্ত্রণ করে এই আইন। এই আইন লংঘন করলে ব্যক্তি বিশেষের স্বার্থ ক্ষুণ্ণ হয় এবং সমাজে এর খুব একটা প্রভাব পড়ে না । তাই, কেউ চুক্তিভঙ্গ করলে সংশ্লিষ্ট পক্ষ ক্ষতিগ্রস্ত হয় এবং সেজন্য সে নিজে বাদী হয়ে মামলা দায়ের করে থাকে । তাই এই আইনের মূল লক্ষ্য হচ্ছে ব্যক্তি বিশেষের অধিকার প্রতিষ্ঠা করা, কিন্তু সরকারী আইনের মূল লক্ষ্য হচ্ছে সমাজে শান্তি-শৃংখলা প্রতিষ্ঠা করা।
আইনবিজ্ঞানী ডওইট ও কেলসনের মতে, সরকারী ও বেসরকারী আইনের মধ্যে কার্যত কোন পার্থক্য নেই। তাদের মতে ব্যক্তির সমন্বয়েই সমাজ গড়ে উঠে। তাই ব্যক্তির স্বার্থ রক্ষা করাই হচ্ছে সামাজিক স্বার্থ রক্ষা করা। সেজন্য বলা যায় যে, সরকারী আইনের মধ্যেই বেসরকারী আইন সংম্পৃক্ত।
0 মন্তব্যসমূহ