নগদ প্রদান জাবেদা (Cash Payments Journal): যাবতীয় নগদ প্রদান সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য যে বিশেষ জাবেদা ব্যবহার করা হয় তাকে নগদ প্রদান জাবেদা বলা হয়। নগদ প্রদান সংক্রান্ত লেনদেনের হিসাব রাখার এটি একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত ব্যবস্থা। এরূপ অবস্থায় সঠিক হিসাব এবং নগদ প্রদানের উপর নিয়ন্ত্রণ নিশ্চিত করা যায়।
0 মন্তব্যসমূহ