নেতৃত্বের কার্যাবলি বর্ণনা কর


প্রশ্নঃ নেতৃত্বের কার্যাবলি বর্ণনা কর। 

ভূমিকাঃ নেতৃত্ব একটি শিল্প। পৃথিবীতে এই শিল্পের কুশলীর অভাব প্রচন্ড। নেতৃত্ব শব্দটি ছোট্ট কিন্তু ব্যাপক অর্থবোধক। এই ছোট্ট শব্দটির প্রায়োগিক গুরুত্ব এত বেশি যে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র কোনো কিছুই এর প্রয়োজনীয়তা অস্বীকার করতে পারে না। যেকোনো সংগঠন, সমাজ বা রাষ্ট্রে সুষম উন্নয়ন ও এর ইপ্সিত লক্ষ্যে পৌঁছার কেবলমাত্র উপায় হলো একটি যোগ্য নেতৃত্ব।

নেতৃত্বের কার্যাবলি (The Essential of Leadership): সাধারণত তিনটি প্রয়োজনীয় শর্ত নেতৃত্ব গঠনে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। নিচে শর্তত্রয় আলোচনা করা হলোঃ 

১। ক্ষমতাঃ সুষ্ঠু ও কার্যকরী নেতৃত্বের জন্য ক্ষমতা খুবই প্রয়োজনীয়। একজন নেতাকে অবশ্যই গোষ্ঠী কর্ম এবং আচরণকে প্রভাবিত করতে হয়। তিনি তার অনুসারীদের আদশে নির্দেশ দেন, তাদের কাজে সমন্বয় আনয়ন করেন, বিরুদ্ধ মতামতের সামঞ্জস্য বিধান করেন এবং অধিক কর্মপ্রচেষ্টার দিকে তাদের ধাবিত করেন। ক্ষমতার মাধ্যমেই অধস্তন কর্মচারীদের উপর আধিপত্য ও নিয়ন্ত্রণ বজায় রাখা নেতার পক্ষে সম্ভব হয়ে উঠে। 

২। কর্তৃত্বঃ কর্তৃত্ব সংগঠনের শীর্ষদেশ হতে নিচে প্রবাহিত হয় এবং অধস্তন কর্মচারিগণ কর্তৃক গৃহীত হবার উপর তা নির্ভরশীল। তবে আংশিকভাবে কর্তৃত্ব উচ্চ হতে নিম্ন এবং আংশিকভাবে নিম্ন হতে উপরে ধাবিত হয়। সংগঠনে নেতা এবং তার অনুসারীদের মধ্যে মতৈক্য বা সমঝোতা থাকা একান্ত আবশ্যক। তবে স্বাভাবিকভাবেই সব ক্ষেত্রেই কর্তৃত্ব ও ক্ষমতা ঊর্ধ্বতন কর্মকর্তার উপর ন্যস্ত থাকে। এমতাবস্থায় অধস্তন কর্মচারীদের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশানুসারে কাজ করতে হয়৷

৩। যোগাযোগঃ যোগাযোগ ব্যতীত সুষ্ঠু ও কার্যকর নেতৃত্ব প্রদান করা সম্ভব নয় । যে কোন সংগঠনেই যোগাযোগ ব্যবস্থা একান্তভাবে কাম্য, কেননা যোগাযোগই আদেশ ও তথ্য প্রবাহের একমাত্র মাধ্যম। সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থাই সংগঠনের তথা নেতৃত্বের জীবনীশক্তি প্রদায়ক। সংগঠনের যথাযথ যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত করা এবং এটিকে কার্যকর রাখা নেতৃত্বের একটি বিশেষ দায়িত্ব৷

উপসংহারঃ যোগ্য নেতৃত্ব যেমন কোনো সংগঠন, সমাজ বা জাতিকে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারে, আবার বিপরীত দিকে অযোগ্য নেতৃত্ব ঠিক একটি সংগঠন, সমাজ বা জাতিকে ধ্বংসের অতল তলে নিমজ্জিত করতে পারে। মাঝি ছাড়া যেমন নৌকা চলে না তেমনি নেতৃত্ব ছাড়া দেশ, জাতি ও সমাজ চলতে পারে না। নেতা যদি যোগ্য হন তাহলে তিনি তার জনগোষ্ঠীকে সফলতার সাথে লক্ষ্যপানে নিয়ে যেতে পারেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক