ভূমিকাঃ সিদ্ধান্ত গ্রহণের আধুনিক তত্ত্বে প্রথম উল্লেখযোগ্য প্রয়াস লক্ষ্য করা যায় চেস্টার বার্নার্ডের ১৯৩৮ সালে প্রকাশিত 'The Functions of the executive' গ্রন্থে। কিন্তু এর ব্যাপক বিকাশ ঘটে দ্বিতীয় মহাযুদ্ধ পরবর্তীকালে। প্রশাসনিক সংগঠনে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ব্যাখ্যার ক্ষেত্রে হারবার্ট সাইমনের 'Administrative Behavior : A Study of Decision Making Process (1957) এবং Models of Man : Social and Rational (1957) গ্রন্থদ্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রায় একই সময়ে রাজনীতিতেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিশ্লেষণ শুরু হয়েছিল। এ প্রক্রিয়াটির সাথে যাদের নাম জড়িত তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, রিচার্ড স্নাইডার, জেমস মার্চ (James March), এইচ. ব্রাক (H. Bruck), বি. সেপিন (B. Sapin) প্রমুখ।
সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বের ব্যাখ্যা (Explain of the Theory of Decision Making): সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বে সিদ্ধান্ত গ্রহণকারীকে বিশ্লেষণের মূল একক হিসেবে ধরা হয়। একটি নির্দিষ্ট অবস্থার প্রেক্ষিতে কিভাবে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এ তত্ত্ব তা-ই ব্যাখ্যা করে। কাজেই রাজনীতিতে সিদ্ধান্ত প্রণেতাই মূল উপাদান। অবশ্য সিদ্ধান্ত তাত্ত্বিকেরা মনে করেন যে, যদিও সিদ্ধান্তই রাজনীতির সব কিছু নয় কিন্তু এটিই হচ্ছে মূল উপাদান। কাজেই এ উপাদানটির ব্যাখ্যা ব্যতীত রাজনীতি বিশ্লেষণ করা সম্ভব নয়। কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা লাভের জন্য নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর প্রয়োজনঃ
১। কে সিদ্ধান্ত গ্রহণ করেছিল? (সিদ্ধান্ত গ্রহণকারী )
২। সিদ্ধান্তটি কি ছিল? (সিদ্ধান্তের প্রকৃতি)
৩ । কখন সিদ্ধান্ত গৃহীত হয়েছিল? (সিদ্ধান্ত গ্রহণের সময়)
৪। কিভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল? (সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি)
৫ । কোথায় সিদ্ধান্ত গৃহীত হয়েছিল? (সিদ্ধান্ত গ্রহণের স্থান)
৬। কোন্ পরিস্থিতিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল? (সিদ্ধান্ত গ্রহণের পরিস্থিতি)
৭। সিদ্ধান্তটি কোন্ ধরনের? (সিদ্ধান্তের ধরন)
৮। কেন সিদ্ধান্ত গৃহীত হয়েছিল? (সিদ্ধান্তের কারণ বা লক্ষ্য)
একটু সূক্ষ্মভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে, আটটি প্রশ্ন এবং উত্তরগুলো সিদ্ধান্তের সার্বিক অবস্থাকে তুলে ধরেছে। এগুলোর সমন্বয়ে সিদ্ধান্তের তত্ত্ব গঠন ও বিশ্লেষণ দেয়া সম্ভব ও সহজতর। তবে সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বের বিভিন্ন মডেলের মধ্যে এ প্রসঙ্গে কেবল সাইমনের যৌক্তিক সিদ্ধান্তের মডেল (Rational Decision Model) ব্যাখ্যা করা হবে।
0 মন্তব্যসমূহ