বিক্রয় ফেরত জাবেদা (Sales Return Journal) কাকে বলে?


প্রশ্নঃ বিক্রয় ফেরত জাবেদা (Sales Return Journal) কাকে বলে? 

বিক্রয় ফেরত জাবেদা (Sales Return Journal): ধারে বিক্রয়কৃত পণ্যদ্রব্য ফেরত সংক্রান্ত লেনদেনসমূহ যে বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় ফেরত জাবেদা বলা হয়। এরূপ জাবেদায় প্রযোজ্য কারবারি বাট্টা বাদ দিয়ে দেখাতে হয়। নির্দিষ্ট সময় পরপর বিক্রয় ফেরত জাবেদা যোগ করে উক্ত সময়ের মোট বিক্রয় ফেরত নির্ণয় করা হয়। বিক্রয় ফেরতের জন্য সাধারণ খতিয়ানে বিক্রয় ফেরতকে ডেবিট এবং বিবিধ দেনাদারকে ক্রেডিট করা হয়।

উদাহরণঃ নিচের লেনদেনগুলো বিক্রয় ফেরত জাবেদায় অন্তর্ভুক্ত কর।

১ জুলাই, ২০১২ঃ এম/এস হারুনের নিকট হতে প্রতি টিন ১,০০০ টাকা করে ৫ টিন তেল ফেরত আসল। কারবারি বাট্টার পরিমাণ ছিল ১০%।

১৫ জুলাই, ২০১২ঃ আযম অ্যান্ড সন্স-এর নিকট হতে ৫ প্যাকেট চিনি ফেরত আসল, প্রতি প্যাকেট ১,০০০ টাকা এবং কারবারি বাট্টা ১০%।

৩০ জুলাই, ২০১২ঃ হাসান-এর নিকট হতে ফেরত: ১টিন পাউডার মিল্ক প্রতি টিন ১০০ টাকা।

সমাধানঃ 

তারিখ

হিসাব শিরোনাম

শর্ত

সূত্র

ক্রেডিট নোট

বিক্রয় ফেরত          ডেবিট 

প্রাপ্য হিসাব            ক্রেডিট

১ জুলাই, ২০১২

এম/এস হারুনে




৪,৫০০

১৫ জুলাই, ২০১২

আযম অ্যান্ড সন্স




৪,৫০০

৩০ জুলাই, ২০১২

হাসান




১০০

মোট

৯,১০০

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক