প্রকৃত জাবেদা (Journal in Proper) কাকে বলে?


প্রশ্নঃ 
প্রকৃত জাবেদা (Journal in Proper) কাকে বলে? 

প্রকৃত জাবেদা (Journal in Proper): যেসব লেনদেন বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা যায় না ঐসব লেনদেন যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদা বলে। সাধারণত ভুল সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, ধারে সম্পত্তি ক্রয় ও বিক্রয়জনিত জাবেদা, সমাপনী জাবেদা, বিপরীত জাবেদা প্রভৃতি প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক