প্রশ্নঃ সাধারণ জাবেদা (General Journal) কাকে বলে?
সাধারণ জাবেদা (General Journal): সাধারণত ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানে লেনদেনের সংখ্যা কম হয়ে থাকে। ফলে যেসব প্রতিষ্ঠানে জাবেদাকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করে আলাদা জাবেদা বই সংরক্ষণ করা হয় না। সকল লেনদেন একটি মাত্র জাবেদা বইতে লিপিবদ্ধ করা হয়। যখন প্রতিষ্ঠান সকল লেনদেন একটি মাত্র জাবেদা বইতে লিপিবদ্ধ করে তাকে সাধারণ জাবেদা বলে। এখানে প্রথমে লেনদেনকে বিশ্লেষণ করে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা হয়। তারপর ব্যাখ্যাসহ তারিখের ক্রমানুসারে নির্দিষ্ট ছকে লিপিবদ্ধ করা হয়।
0 মন্তব্যসমূহ