মূল্য সংযোজন কর (মুসক) বা Value Added Tax (VAT) বলতে কী বুঝায়?


প্ৰশ্নঃ মূল্য সংযোজন কর (মুসক) বা Value Added Tax (VAT) বলতে কী বুঝায়? 

উত্তরঃ মূল্য সংযোজন কর (মূসক) (ইংরেজি: Value Added Tax, বা VAT), বিংশ শতাব্দীতে উদ্ভাবিত একটি আধুনিক 

কর যা যেকোনো ব্যবসায়ের মাধ্যমে সৃষ্ট মূল্য সংযোজনের ওপর আরোপ করা হয়ে থাকে। প্রকৃতপক্ষে মূল্য সংযোজন কর (মূসক) হচ্ছে কোন পণ্য বা সেবার ক্ষেত্রে তার আমদানি, উৎপাদন ও বণ্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের ওপর শতকরা হারের কর। দেশীয় পণ্য উৎপাদন, বিপণন ও বিক্রয়, বিদেশী পণ্য আমদানী ও রপ্তানী, দেশাভ্যন্তরে সেবা বা পরিষেবার উৎপাদন, বিপণন ও বিক্রয় ইত্যাদি সকল ক্ষেত্রে মূল্য সংযোজন কর আরোপযোগ্য। 


মূসক এমন একটি পরোক্ষ কর যা ভোক্তা নিবন্ধিত ব্যক্তির মাধ্যমে পরিশোধ করেন। সরবরাহকৃত পণ্য বা সেবার ওপর প্রদেয় করের বিপরীতে উপকরণ কর সমন্বয় করে পণ্য বা সেবার মূল্যস্তরের প্রকৃত সংযোজনের ওপর আরোপিত করই এ পণ্য বা সেবার মূল্য সংযোজন কর বা মূসক বা ভ্যাট যেভাবেই পরিশোধ করা হোক না কেন ভ্যাটের চূড়ান্ত দায়ভার ভোক্তার উপরই বর্তাবে। মূলত রাজস্বের অন্যান্য উৎসের সাথে ভোক্তা বা জনগণের প্রদেয় ভ্যাটের মাধ্যমেই দেশের উন্নয়ন এবং বাজেটের ব্যয়ভার বহন করা হয় সেজন্যই জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিষয়ক স্লোগান হচ্ছে ভ্যাট দিচ্ছে জনগন দেশের হচ্ছে উন্নয়ণ। 


উদাহরণঃ ধরা যাক, একজন ব্যবসায়ী কোনো একটি পণ্য ১০০০ টাকায় ক্রয় করে ১৫০০ টাকায় বিক্রয় করলেন। এ পণ্যটি ক্রয়ের সময় ১০০০ টাকায় (১০০০ x ১৫/115) = ১৩০.৪৩ টাকা মূসক অন্তর্ভূক্ত ছিল। তদ্রুপ, পণ্যটি ১৫০০ টাকায় বিক্রয় করলে এর মধ্যে (১৫00 X 15/115) = 1৯৫.৬৫ টাকা মূসক অন্তর্ভুক্ত থাকবে। পণ্যটি ১৫০০ টাকায় বিক্রয় করায় প্রকৃত সংযোজন হবে (১৫০০-১০০০)= ৫০০ টাকা এবং বিক্রেতা পণ্যটি ক্রয়কালে মূসকসহ মূল্য পরিশোধ করায় ক্রয়স্তরের অন্তর্ভুক্ত মূসক ফেরত নিয়ে বিক্রয়স্তরে প্রকৃত সংযোজনের উপর অর্থাৎ ৫০০ টাকার উপর মূসক পরিশোধ করবেন। এক্ষেত্রে মূসক হিসাব হবে নিম্নরূপঃ


১৫০০ টাকার উপর পরিশোধযোগ্য মূসক = (১৫00 x ১৫/১১৫)= ১৯৫.৬৫ টাকা 

১০০০ টাকায় অন্তর্ভুক্ত মূসক = (১০০০ x ১৫/১১৫) = ১৩০.৪৩ টাকা 

--------------------------------------------------------------------------------------

(-) নীট ৫০০ টাকার উপর পরিশোধযোগ্য মূসক = ৬৫.২২ টাকা 


[বি: দ্র: বর্ণিত পদ্ধতি মূসক হিসাব শুধুমাত্র রেয়াতি পদ্ধতিতে মূসক পরিশোধের ক্ষেত্রে এবং মোট মূল্যের মধ্যে মূসক অন্তর্ভুক্ত থাকলে প্রযোজ্য হবে।] 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক