বাংলাদেশে ভ্যাটের হার কত?


প্রশ্ন: বর্তমান আইনে মুসকের হার কত? 
অথবা, বাংলাদেশে ভ্যাটের হার কত?

উত্তরঃ বাংলাদেশে মূসকের হার সমূহ নিম্নরূপঃ

মুসকের আদর্শ হার ১৫%;

আমদানি ক্ষেত্রে মূসকের হার ১৫%;

রপ্তানির ক্ষেত্রে মূসকের হার ০%;

স্থানীয় সরবরাহের ক্ষেত্রে হ্রাসকৃত হার ২%, ২.৪%, ৪.৫%, ৫%, ৭.৫%, ১০%। 

এছাড়াও কতিপয় পণ্য ও সেবার উপর সুনির্দিষ্ট কর আরোপ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক