আপনার ব্যবসায় ভ্যাট প্রযোজ্য কিনা বুঝার উপায় কী?


প্ৰশ্নঃ কোন ব্যবসায়ে মূসক প্রযোজ্য হবে কিনা তা বুঝার উপায় কী?

উত্তরঃ আইনের প্রথম তফসিলে বর্ণিত সরবরাহ যদি কোন ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের আওতাভুক্ত হয়, তাহলে আইন অনুসারে তার ব্যবসায় মূসক আরোপযোগ্য হবে না।

তাছাড়া উক্ত ব্যক্তির ব্যবসায়ের বাৎসরিক টার্নওভার এর ভিত্তিতে মূসক প্রযোজ্যতা নির্ধারণ করতে হবে। ধারা ২ এর দফা (৫৭) মোতাবেক বর্তমান মূসক ব্যবস্থায় নিবন্ধন সীমা ৩ কোটি টাকা এবং দফা (৪৮) অনুযায়ী তালিকাভুক্তির সীমা ৫০ লক্ষ টাকা। 

অর্থাৎ কোন ব্যক্তির করযোগ্য বার্ষিক টার্নওভার ৫০ লক্ষ টাকার কম হলে এবং ধারা ৪ অনুযায়ী বা সাধারণ আদেশ ১৭ মোতাবেক বাধ্যতামূলক নিবন্ধনের আওতাভুক্ত না হলে তাকে নিবন্ধন গ্রহণ বা মূসক প্রদান করতে হবে না। এক্ষেত্রে তার ব্যবসায়ের বাৎসরিক টার্নওভার যাই হোক না কেন তিনি চাইলে মূসক নিবন্ধন গ্রহণ করে মুসক প্রদান করতে পারবেন। 

কিন্তু প্রথম তফসিল দ্বারা অব্যাহতিপ্রাপ্ত না হলে তার বার্ষিক করযোগ্য টার্নওভার ৫০ লক্ষ হতে তিন কোটি টাকা হলে তিনি টার্নওভার করের জন্য তালিকাভুক্ত হয়ে টার্নওভার কর পরিশোধ করতে পারবেন। আর তিন কোটির বেশি হলে অবশ্যই মূসক নিবন্ধন গ্রহণ ও মূসক প্রদান করতে হবে। 

এছাড়া ধারা ৪ মোতাবেক যাদের ক্ষেত্রে মূসক নিবন্ধন গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে তাদের নিবন্ধন গ্রহণ ও মূসক পরিশোধ করতে হবে। এছাড়াও প্রজ্ঞাপনের মাধ্যমে অব্যাহতি প্রদান করা হলে তিনি উক্ত প্রজ্ঞাপনের শর্ত প্রতিপালন করলে তাঁর ক্ষেত্রে মূসক অব্যাহতি সুবিধা প্রাপ্ত হবেন বিধায় মূসক প্রযোজ্য হবে না। এছাড়া অন্যান্য ক্ষেত্রে মূসক প্রযোজ্য হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক