রচনা লিখঃ আধুনিকতা ও ইসলাম


রচনা লিখঃ ইসলামে আধুনিকতা 
অথবা, যুগোপযোগিতায় ইসলাম
অথবা, আধুনিকতা ও ইসলাম 

উপস্থাপনাঃ "Islam is the complete code of life." ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। সুতরাং ইসলামের প্রতিটি বিধিবিধানই সর্বাধুনিক ও বাস্তবসম্মত। ভারসাম্যহীন, অদূরদর্শী ও মানব কল্যাণ বিরোধী কোনো বিধিবিধান ইসলাম সমর্থন করে না। এজন্য ইসলাম একটি আধুনিক ও বাস্তবসম্মত সমাজ গঠনে মানবতাকে তত্ত্ব ও বাস্তবতা শেখায়। নিম্নে ইসলামে আধুনিকতার বিধিবিধান এবং তথাকথিত উগ্র আধুনিকতার সাথে এর পার্থক্য সুন্দরভাবে উপস্থাপন করা হলো।

আধুনিকতার সংজ্ঞাঃ আধুনিকতা শব্দের ইংরেজি প্রতিশব্দ Modernism। এর অর্থ হলো উৎকর্ষ বা সাম্প্রতিকতা। অর্থাৎ ঐতিহ্যকে উৎকর্ষ সাধন করে, মনোলোভা করে গর্বিত রীতি ও নিয়মের প্রচলন ও সর্বজনগ্রাহ্য করে তোলার নাম আধুনিকতা বা Modernism।

Oxford Advanced Learners Dictionary তে Modernism-এর সংজ্ঞায় বলা হয়েছে- Modern ideas or methods in contrast to traditional ones, specially in out or religion.

ইসলাম ও আধুনিকতাঃ চির আধুনিক একটি সমাজব্যবস্থা নিয়ে এসেছে ইসলাম। আধুনিকতার লক্ষ্য হলো মানুষের কল্যাণ সাধন। তেমনি ইসলাম মানবতার সর্বোচ্চ কল্যাণ সাধনের লক্ষ্যে মহান আল্লাহ প্রদত্ত বিধান। সব ধরনের প্রগতি ও গ্রহণযোগ্য ঐতিহ্যকে ইসলামে সমর্থন করা হয়। ইসলামের আর্থ-সামাজিক, রাজনৈতিক সবকিছুই আধুনিকতার ধারায় প্রণীত। কিন্তু ইসলাম বিদ্বেষী একশ্রেণির জ্ঞানপাপী ইসলামকে আধুনিকতা ও প্রগতির অন্তরায় বলে মনে করে।

ইসলামের রাজনৈতিক মতবাদঃ ইসলাম আল্লাহপ্রদত্ত সংবিধানে বিশ্বাসী। প্রচলিত সকল রাজনৈতিক ধারার বিপরীতে ইসলামী গণতন্ত্র একটি আধুনিকতম রাজনৈতিক ধারার প্রচলন করে। আধুনিক গণতন্ত্রে একজন মূর্খ দুশ্চরিত্রবান ব্যক্তি গণপ্রতিনিধি নির্বাচিত হতে সক্ষম হলেও ইসলামী গণতন্ত্রে তা অসম্ভব। ইসলাম আল্লাহভীরু, মানব কল্যাণে নিবেদিত সুশিক্ষিত লোককে প্রতিনিধি নির্বাচনে যোগ্য বলে ঘোষণা করে। রাসূল (স) প্রবর্তিত এ রাজনৈতিক ধারার প্রশংসা করে Oriental Religions গ্রন্থের লেখক বলেন - Hi (Muhammad) Thoroughly democratic conception of divine Government the University of religious ideal his simple humanity all affiliate him modern world.

আধুনিক অর্থব্যবস্থা ও ইসলামঃ প্রচলিত পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা মূলত শোষণ ও নিপীড়নের হাতিয়ার। এর বিপরীতে ইসলামী অর্থব্যবস্থা কল্যাণমুখী ধারার প্রবর্তক। আধুনিক অর্থনীতিবিদগণ যখন সুদকে শোষণের হাতিয়ার ঘোষণা করে, ইসলাম তার প্রায় দেড় সহস্রাধিক বছর পূর্বেই সুদকে হারাম করেছে৷

সামাজিক ভারসাম্য রক্ষায় ইসলামঃ আধুনিক ব্যবস্থায় সামাজিক ভারসাম্য রক্ষা একটি গুরুত্বপূর্ণ স্লোগান। ইসলাম সামাজিক ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। মদ্যপান, ব্যভিচার, চুরি, ছিনতাইকে মহাপাপ ঘোষণা করে ৷ অধ্যাপক H.A.R Gibb যথার্থই মন্তব্য করেছেন-- Islam is indeed much more than a system of theology. It is a complete civilizaion.

মানবাধিকার ও ইসলামঃ আধুনিক বিশ্বব্যবস্থায় মানবাধিকার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামই সর্বপ্রথম মানবাধিকারের ঘোষণা দিয়েছে। মহানবী (স)-এর মদিনা সনদ ও বিদায় হজ্জের ভাষণ আন্তর্জাতিক মানবাধিকারের উৎস সনদ হিসেবে স্বীকৃত ও প্রসিদ্ধ।

নৈতিকতা ও ইসলামঃ আধুনিকতার নামে বিশ্বব্যাপী নৈতিকতার যে বিপর্যয় চলছে, ইসলাম তা সমর্থন করে না। ইসলাম উগ্র আধুনিক এসব অশ্লীলতা, বেহায়াপনা, মাদকতা, পতিতাবৃত্তি উচ্ছেদের ঘোষণা দেয়। এইডসসহ বিভিন্ন মহামারীর প্রেক্ষিতে আধুনিক সেক্যুলার বুদ্ধিজীবিগণও আজ ইসলামের পবিত্র নৈতিকতাকে গ্রহণের আহ্বান জানাচ্ছেন। অধ্যাপক হেনরি যথার্থই বলেছেন - Islam has known something very similar to the modern system of public prosecution.

ইসলাম ও আন্তর্জাতিকতাঃ ইসলাম বিশ্বব্যাপী ভ্রাতৃসংঘের আলোকে আন্তর্জাতিকতা গড়ে তুলতে চায়। ইসলাম সংকীর্ণ আঞ্চলিকতা, সাম্প্রদায়িকতা ও জাতীয়তাবাদের মূলে কুঠারাঘাত করে। Mariol Lousing স্বীকার করেছেন যে- From the time of its founding Muhammadism was a religion with a world outlook. It soon become a strong missionary faith.

ইসলাম ও বর্ণবাদঃ ইসলাম ধর্মে বর্ণ-বৈষম্যবাদের কোনো স্থান নেই। ইসলাম বিশ্বভ্রাতৃত্বের বাণী ঘোষণা করেছে। ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় যে, ক্রীতদাসও বিশাল ইসলামী সাম্রাজ্যের সেনাপতি হতে পারে, শাসক হতে পারে। কৃষ্ণাঙ্গ হযরত বেলাল (রা) প্রথম মুয়াযযিন। অথচ তথাকথিত আধুনিকতার ধ্বঞ্জাধারী ব্রিটেন, আমেরিকা বর্ণবাদে দোষী। ইসলাম বর্ণ, গোত্র, ধনী-গরিব নির্বিশেষে সবাইকে সমান চোখে দেখে। কারণ বর্ণ-বৈষম্য সমাজকে কলুষিত করে।

ইসলামে নারীর অবস্থানঃ ইসলামের নারীনীতি ও নারীদের পর্দাপ্রথাকে প্রগতির অন্তরায় বলে সমালোচনা করা হ্য়। অথচ ইসলামে নারীর যত অধিকার ও স্বাধীনতা রয়েছে অন্য কোনো ধর্মে তা নেই। ইসলাম নারীকে তার স্বকীয় মর্যাদায় সমাসীন করতে চায়। আর এ কারণেই পর্দাপ্রথা। অথচ তথাকথিত উগ্র আধুনিকতা ও নারী স্বাধীনতার নামে নারীদেহ প্রদর্শন করার জন্য উৎসাহিত করা হয়। কথিত আধুনিকতাবাদীরা মূলত এর মাধ্যমে নারীদের সর্বব্যাপী ভোগ করে থাকে। ইসলাম এহেন বেহায়াপনাকে বন্ধ করে নারীর মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে পর্দা প্রথা চালু করেছে।

ইসলামে আধুনিকতার মূল্যায়নঃ ইসলাম যে আধুনিকতার কথা বলে তা মানুষের জন্য অত্যন্ত কল্যাণজনক। কারণ মানুষের কল্যাণ সাধন করে মানবসমাজে শান্তি প্রতিষ্ঠাই হলো আধুনিকতার মূল লক্ষ্য। অথচ ইসলামবিদ্বেষীরা উদ্দেশ্যমূলকভাবে ইসলাম ধর্মের বিভিন্ন বিধিবিধানকে আধুনিকতার অন্তরায় বলে প্রচার করে থাকে।

উপসংহারঃ ইসলাম একটি আধুনিক ও মানবতাবাদী ধর্ম। আধুনিক বিশ্ব প্রগতি ও সমৃদ্ধির পথে চলতে পারে কেবল ইসলামের অনুসরণের মাধ্যমেই। জর্জ বার্নার্ড শ যথার্থই বলেছেন-

I belive that if a man like Muhammad were to assume the dictatorship of the modern world the world succeed in solving its problems in a way that would bring it much-needed peace and happiness.

তিনি আরো বলেন— I have prophesied about the faith of Muhammad that it would be acceptable to the Europe of tomorrow as it is beginning to be accepted to the Europe of today.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক