বাংলা শব্দের শ্রেণিবিভাজনের দৃষ্টিভঙ্গি এবং শব্দগঠনের পদ্ধতিগুলো কী কী?


প্রশ্নঃ শব্দ কাকে বলে? শব্দের শ্রেণিবিভাজনের দৃষ্টিভঙ্গিগুলো কী কী? শব্দগঠনের পদ্ধতিগুলো কী কী?

উপস্থাপনাঃ মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য কথা বলে থাকে। এ কথাগুলো হলো কতিপয় অর্থবোধক শব্দের সমষ্টি। আর ধ্বনি বা ধ্বনি সমষ্টিই হলো শব্দ। নিম্নে প্রশ্নানুসারে শব্দ সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপনা করা হলো-

শব্দের সংজ্ঞাঃ মানুষের মুখনিঃসৃত এক বা একাধিক বর্ণের সমন্বয়ে গঠিত অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। যেমন- মা, ইহা, আমরা ইত্যাদি।

শব্দের শ্রেণিবিভাজনের দৃষ্টিভঙ্গিঃ সাধারণত তিনটি দৃষ্টিভঙ্গিতে শব্দের শ্রেণিবিভাগ করা হয়ে থাকে। যথা- ১. উৎপত্তি বিচারে, ২. গঠনের দিক হতে, ৩. অর্থের দিক হতে।

বাংলা শব্দ গঠনের পদ্ধতিঃ বাংলা ভাষায় শব্দ গঠন নানারূপে সাধিত হয়েছে। প্রধান কয়েকটি উপায়ে বাংলা শব্দ গঠন পদ্ধতির নাম নিম্নে প্রদত্ত হলো—

১. প্রত্যয় গঠিত শব্দ

২. সমাস গঠিত শব্দ

৩. উপসর্গ গঠিত শব্দ

৪. সন্ধি গঠিত শব্দ

৫. পদ পরিবর্তনে শব্দ গঠন

উপসংহারঃ সুতরাং শব্দই হলো প্রতিটি ভাষার মৌলিক সম্পদ। বাংলাভাষায় সাধারণত উপরিউক্ত পাঁচ উপায়ে শব্দ গঠিত হয়ে শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়ে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক