ভ্যাট সার্টিফিকেট পাওয়ার উপায় কি? মুসক সম্মাননাপত্র কি?


প্রশ্নঃ মুসক সম্মাননাপত্র কি?
অথবা, ভ্যাট সার্টিফিকেট কি? 

উত্তরঃ কোনো করদাতা সংশ্লিষ্ট এক বছরের সকল কর মেয়াদের মূসক বা টার্নওভার কর দাখিলপত্র যথাসময়ে দাখিল করে ভ্যাট অনলাইন সিস্টেম হতে (মূসক-১৮.৫) ফরমে করদাতাকে যে স্বীকৃতিপত্র প্রদান করা হবে তাকে মূসক সম্মাননাপত্র বলে।

প্রশ্নঃ সম্মাননাপত্র পাওয়ার প্রক্রিয়া কী?

উত্তরঃ সংশ্লিষ্ট অর্থবছরের সকল করমেয়াদের মূসক বা টার্নওভার কর দাখিলপত্র যথাসময়ে দাখিল করলেই ঐ অর্থবছর শেষে পরবর্তী এক মাসের মধ্যে (মূসক-১৮.৫) ফরমে একটি সম্মাননাপত্র প্রদান করা হবে। এর জন্য কোনো আবেদনের প্রয়োজন নেই। ভ্যাট অনলাইন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবেই তা প্রেরণ করবে। এই সম্মাননাপত্রের কার্যকারিতা পরবর্তী এব বছরের জন্য বলবৎ থাকবে।

প্ৰশ্নঃ একটি সম্মাননাপত্র থাকার সুবিধা কি কি?

উত্তরঃ একটি সম্মাননাপত্রের মাধ্যমে কোনো ব্যক্তি মূসক আইনের আওতায় নিম্নবর্ণিত সুবিধাদি গ্রহণ করতে পারবেন, যথাঃ
  • আমদানি নিবন্ধন সনদ ও রপ্তানি নিবন্ধন সনদ নবায়ন;
  • উৎসে কর্তনকারী সত্তার নিকট সরবরাহ প্রদান;
  • টেন্ডারে অংশগ্রহণ;
  • কোনো সংস্থার তালিকাভুক্তি গ্রহণ;
  • বন্ড লাইসেন্স নবায়ন;
  • ব্যাংক ঋণ অনুমোদন / নবায়ন;
  • স্থাবর সম্পত্তি নিবন্ধন; ইত্যাদি।
এছাড়াও করদাতা প্রণোদনা কার্যক্রমের আওতায় বিভিন্ন সামাজিক সুবিধা যেমন, বিভিন্ন হাসপাতাল, হোটেল, রেস্তোরাঁ, সুপার শপ, ব্রান্ডেড শপ, বিমান টিকিট ইত্যাদিতে মূল্যছাড় এবং বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার, ইত্যাদি সুবিধা পাওয়া যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক