প্রমিত বাংলা বানানের নিয়ম সম্পর্কে লেখ


প্রশ্নঃ বাংলা বানানের রীতি বলতে কী বুঝ? 
অথবা, প্রমিত বাংলা বানানের নিয়ম সম্পর্কে লেখ।

বাংলা বানানের রীতিঃ বাংলা ভাষা বিশ্বের সমৃদ্ধ ভাষাগুলোর অন্যতম। বাংলা ভাষাভাষী শিক্ষিত, অশিক্ষিত নির্বিশেষে সকলেই বাংলা বলতে পারে। কিন্তু লেখার ক্ষেত্রে কেবলমাত্র শিক্ষিত লোকেরাই বাংলায় লিখতে পারে। অনেক সময় উচ্চশিক্ষিত ব্যক্তিরাও বানানে অগণিত ভুল করে থাকেন। এ ভুল সংশোধনের জন্য ব্যাকরণের প্রয়োজন সর্বাগ্রে।

সঠিক বাংলা লিখনের জন্য ব্যাকরণভিত্তিক যে রীতি বা পদ্ধতি নির্ধারণ করা হয়েছে, তাকেই বাংলা বানানের রীতি বা পদ্ধতি বলে। বাংলা বানানের রীতি অনেকটা জটিল। তাই এ রীতিকে সহজবোধ্য করার জন্য উনিশ শতকের পর থেকে আধুনিক বাংলা বানান রীতি প্রবর্তন করা হয়। ভাষা প্রবহমান জলধারার মতো সচল। চলতে চলতে স্বাভাবিকভাবেই ভাষা মোড় নেয়, তার শব্দসমূহের মধ্যে অনেক গুলোর অর্থে ও উচ্চারণে পরিবর্তন ঘটে; আবার নিত্য নতুন দেশি ও বিদেশি শব্দের আমদানিও হয়। ভাষায় ব্যবহৃত শব্দসমূহ অভিধানে অধিকৃত থাকলেও প্রচলিত উচ্চারণে ও বানানে বেশ কিছু লক্ষণীয় পার্থক্য পরিষ্কার হয়ে ওঠে। বানানের ক্ষেত্রে এক ধরনের অস্বস্তিকর অস্থিরতা ও নৈরাজ্য থেকে ভাষাকে সুন্দর ও সর্বজনগ্রাহ্য উচ্চারণ ও বানানের রূপদানের জন্য কোলকাতা বিশ্ববিদ্যালয় তৎকালে দেশের সর্বাগ্রগণ্য ভাষাতাত্ত্বিকদের নিয়ে একটি বানান সংস্কার কমিটি গঠন করেন। এ কমিটির সুপারিশ ও সিদ্ধান্ত অনুযায়ী যে বানান রীতি প্রবর্তনের প্রচেষ্টা হাতে নেয়া হয়, তাকেই সংক্ষেপে বলা হয় আধুনিক বাংলা বানানের রীতি বা পদ্ধতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক