রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে সম্পর্ক লিখ


প্রশ্নঃ রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে সম্পর্ক লিখ।
অথবা, রাজনৈতিক দল ও স্বার্থগোষ্ঠীর মধ্যে সম্পর্ক আলোচনা কর।
অথবা, রাজনৈতিক দল ও স্বার্থগোষ্ঠীর মধ্যে যোগসূত্র উল্লেখ কর।

ভূমিকাঃ বর্তমান গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্ব অপরিহার্য বলে প্রতিপন্ন হয়। বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় অভ্যন্তরীণ পরিবেশের সাথে রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পারস্পরিক প্রতিক্রিয়ার সম্পর্ক পরিলক্ষিত হয়। তাই উভয়ের মধ্যে পার্থক্যের পাশাপাশি কোন কোন ক্ষেত্রে সাদৃশ্যও পরিলক্ষিত হয়।

রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে সম্পর্কঃ নিম্নে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে চাপসৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক আলোচনা করা হলোঃ

সাদৃশ্যসমূহঃ রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে সাদৃশ্যসমূহ নিম্নে উল্লেখ করা হলোঃ

১. রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী উভয়ই বিভিন্ন স্বার্থের গ্রন্থিকরণ ও সংহতি সাধনের সাথে সম্পর্কযুক্ত।

২. উভয়ই রাজনৈতিক ভূমিকায় নাগরিকদের অবতীর্ণ করানোর দায়িত্ব বহন করে।

৩. উভয়ই একই রাজনৈতিক ব্যবস্থা ও প্রতিক্রিয়ায় ক্রিয়াশীল থাকতে পারে এবং পারস্পরিক মিথস্ক্রিয়ায় লিপ্ত হতে পারে।

৪. উভয়ই দেশের প্রচলিত রাজনৈতিক ও সংস্কৃতির ধারার মাধ্যমে প্রকাশিত হয়।

বৈসাদৃশ্য বা পার্থক্যসমূহঃ রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে কতিপয় বৈশাদৃশ্য নিম্নে উল্লেখ করা হলোঃ

১. বৃহত্তর রাজনৈতিক স্বার্থ সংরক্ষণ রাজনৈতিক দলের লক্ষ্য। অন্যদিকে, চাপসৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য হলো সংকীর্ণ সমজাতীয় বিশেষ গোষ্ঠীগত স্বার্থ সংরক্ষণ করা।

২. সুনির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে রাজনৈতিক দল গড়ে উঠে। অন্যদিকে, চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উৎপত্তিগত কোন বিশেষ রাজনৈতিক মতাদর্শ পরিলক্ষিত হয় না।

৩. রাজনৈতিক দল দলীয় প্রার্থীদের নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় সরাসরি অবতীর্ণ হয়। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠী নির্বাচনে অংশগ্রহণ করে না।

৪. রাজনৈতিক দলের কর্মপদ্ধতি প্রকাশ্য ও প্রত্যক্ষ। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ক্রিয়াকলাপ পরোক্ষভাবে ও গোপনে সম্পাদিত হয়।

৫. রাজনৈতিক দল নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা দখলে বিশ্বাসী। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান উদ্দেশ্য ক্ষমতা দখল নয়, বরং সরকারি নীতিকে প্রভাবিত করে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ উদ্ধার করা।

উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে মৌলিক কিছু পার্থক্য বিদ্যমান। কিন্তু অনেক সময় চাপসৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দলের ভূমিকায় অবতীর্ণ হয়। আবার রাজনৈতিক দলও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মতো কোন একটি লক্ষ্য পূরণের জন্য কার্য পরিচালনা করে। তবে বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থায় উভয়ের অস্তিত্ব অপরিহার্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক