প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে?


প্রশ্নঃ প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে?
অথবা, প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কী বুঝ?
অথবা, প্রত্যক্ষ গণতন্ত্রের সংজ্ঞা দাও৷

ভূমিকাঃ গণতন্ত্র যদিও জনগণের শাসন, তথাপি জনগণ সর্বদা শাসনকার্যে অংশগ্রহণ করতে পারে না। যে কারণে গণতন্ত্রের প্রকৃতি বা জনগণের শাসন কাজে অংশগ্রহণের ভিত্তিতে একে দু'ভাগে ভাগ করা যায়। যথাঃ (ক) প্রত্যক্ষ গণতন্ত্র ও (খ) পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র কি তা নিম্নে আলোচনা করা হলোঃ

প্রত্যক্ষ গণতন্ত্র (Direct Democracy): প্রত্যক্ষ গণতন্ত্র হলো এমন এক শাসনব্যবস্থা যেখানে সরাসরি বা প্রত্যক্ষভাবে জনগণ শাসন কাজে অংশগ্রহণ করে। প্রত্যক্ষ গণতন্ত্র আবার বিশুদ্ধ গণতন্ত্র নামেও পরিচিত। এ ধরনের শাসনব্যবস্থায় জনগণ প্রত্যক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণ করে থাকে। নাগরিকগণ কোন নির্দিষ্ট সময়ে বিশেষ কোন স্থানে সমবেত হয়ে আইন প্রণয়ন, রাজস্ব ও ব্যয় নির্ধারণ, সরকারি কর্মচারী নিয়োগ প্রভৃতি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতো। মাঝে মাঝে তারা বিচার ব্যবস্থাও সম্পাদন করতো।

মনীষী বার্নস প্রত্যক্ষ গণতন্ত্রের সংজ্ঞায় বলেন, "Direct democracy is a democratic form of government..., is one in which the community as a whole, directly or immediately without agents on representatives perform the function of sovereignty."

প্রাচীন গ্রিসে এই প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল। তখন নগররাষ্ট্রের সব নাগরিক কোনো বিশেষ স্থানে জমায়েত হয়ে আইন প্রণয়ন, কর ধার্য, কর্মচারী নিয়োগ, বিচারকার্য পরিচালনা ইত্যাদি কাজে সিদ্ধান্ত গ্রহণ করতো।

উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, আধুনিক জাতী রাষ্ট্রসমূহের বিশালায়তন, বিপুল জনসংখ্যা ও জটিল প্রকৃতির নানাবিধ সমস্যার কারণে প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক