আইনবিজ্ঞান এবং আইনের মধ্যে পার্থক্য নির্দেশ কর


প্রশ্নঃ আইনবিজ্ঞান এবং আইনের মধ্যে পার্থক্য নির্দেশ কর।

আইন ও আইনবিজ্ঞানের মধ্যে পার্থক্য (Distinction between Law and Jurisprudence): আইন ও আইনবিজ্ঞানের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ 

(১) আইনবিজ্ঞান আইন সম্পর্কে বিশেষ জ্ঞান দ্বারা আইনের পর্যবেক্ষণ ও অনুসন্ধান চালানো যায় । ইহা কোন কর্তৃপক্ষ সৃষ্টি করে না। আইন হলো সামাজিক জীব হিসেবে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে রাষ্ট্র কর্তৃক গৃহীত ও প্রয়োগকৃত বিধিমালা।

(২) আইনবিজ্ঞান আইন ও আইনবিজ্ঞানের মূলনীতি পর্যালোচনা করে এবং আইনে ব্যবহৃত শব্দগুলির ব্যাখ্যা প্রদান করে। পক্ষান্তরে, আইন ন্যায়ের প্রতিষ্ঠা করে। জনগণের কল্যাণ সুনিশ্চিত করাই আইনের মূল লক্ষ্য।

(৩) আইনবিজ্ঞানের প্রয়োগ ক্ষেত্র সারা বিশ্ব। বিশ্বের আইন ব্যবস্থা সমূহের সাধারণ ধারণা এবং মৌলিক নীতিসমূহ আলোচনা করাই এর বিষয়বস্তু। আইনের প্রয়োগ দেশের অভ্যন্তরে (আন্তর্জাতিক আইন ব্যতীত)।

(৪) আইনবিজ্ঞান কোন অধিকার ও বাধ্যবাধকতার সৃষ্টি করে না, বরং এ সম্পর্কে ধারণা প্রদান করে। আইন অধিকার ও বাধ্যবাধকতার সৃষ্টি করে।

(৫) আইনবিজ্ঞানকে বিজ্ঞান বলা হয় এই কারণে যে ইহা বস্তুনিষ্ঠভাবে অনুসন্ধান ও পর্যবেক্ষণ চালায়। কিন্তু আইনকে বিজ্ঞান বলা হয় না, ইহা নিজেই পর্যবেক্ষণ ও গবেষণার বিষয়বস্তু।

(৬) আইনবিজ্ঞানের ধারণাসমূহ প্রাচীন কাল থেকে আধুনিক কালের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবেশ ও প্রভাব দ্বারা নিরূপিত। অথচ আইনে এরূপ পরিদৃষ্ট হয় না।

(৭) আইনবিজ্ঞান আইনের কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয়তা নির্দেশ করে। কিন্তু আইন এসব ক্ষেত্রে প্রবেশ করে না।

(৮) আইনবিজ্ঞান একটি মূল শাস্ত্র, কিন্তু আইন হচ্ছে এই শাস্ত্র প্রয়োগের মূল বিষয়। ব্যাকরণ যেমন ভাষা শেখার শাস্ত্র আইনবিজ্ঞান তেমনি আইন শেখার শাস্ত্র।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক