আত্মবাদ (Egoism) কাকে বলে?


প্রশ্নঃ আত্মবাদ বলতে কি বুঝ? 
অথবা, নৈতিক দিক থেকে আত্মবাদ ব্যাখ্যা কর।
অথবা, আত্মবাদ কাকে বলে?
অথবা, আত্মবাদ কি?
অথবা, Egoism বলতে কি বুঝ?

উত্তরঃ নীতিবিদ্যার কাজ হলো নৈতিক মানদণ্ডের আলোকে সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক আচরণের মূল্যায়ন করা। এই সমাজে বসবাসকারী ব্যক্তি মানুষ ও সমাজের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। এরা উভয়ে পরস্পর পরিপূরক সম্পর্কে আবদ্ধ। এদের সম্পর্কের উপর ভিত্তি করে বিভিন্ন মতবাদ গড়ে ওঠেছে যা নীতিবিদ্যার আলোচনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আত্মবাদ (Egoism): নৈতিক আদর্শ বা দৃষ্টিকোণ থেকে সমাজের অপর ব্যক্তির সার্থে ব্যক্তির সম্পর্কের বিষয়ে যে মতবাদ রয়েছে সেগুলোর মধ্যে আত্মবাদ বা Egoism অন্যতম। এ মতে ব্যক্তির একমাত্র কর্তব্য হলো তার নিজের স্বার্থ বা মঙ্গল সাধন করা। সমাজের অপরাপর ব্যক্তির স্বার্থ তার বিবেচ্য বিষয় নয়। এই মতবাদে অনেক সময় এভাবেও বলা হয়ে থাকে যে, মানুষ এমন উপাদানে গঠিত যে কাজ তার সুখ বয়ে আনবে তাই সে করবে। আত্মবাদের এরকম ব্যাখ্যা মনস্তাত্ত্বিক আত্মবাদ (Psychological Egoism) নামে খ্যাত। এ মতবাদ অনুসারে ব্যক্তি সমাজের একজন সদস্য হলেও সে সমাজের সদস্যদের মঙ্গলের দিকে দৃষ্টি দেয় না। তার কাজ যদি আপাত দৃষ্টিতে অন্যের সুখ বয়ে আনে, তবুও তার ঐ কাজ নিজ স্বার্থই রক্ষা করে। যে ব্যক্তিটি সমাজের একজন গরিব ব্যক্তিকে অর্থ দান করলো গরিব ব্যক্তিটি ঐ অর্থ দ্বারা উপকৃত হলে এর দ্বারা দাতার স্বার্থই রক্ষিত হলো অর্থাৎ দাতার জন্য এই দান দানশীল খেতাব বয়ে আনল যা আত্মস্বার্থেরই নামান্তর।

এ মতবাদ মনে করে যে, প্রতিটি ব্যক্তিকে তার নিজের স্বার্থ বা মঙ্গল অনুসন্ধান করা উচিত। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত অপর ব্যক্তির মঙ্গল ব্যক্তির নিজের মঙ্গলের পন্থা বা মাধ্যম হিসেবে দেখা না দেয় ততক্ষণ পর্যন্ত অপরের সেই মঙ্গল তার দেখা উচিত নয়। আত্মবাদীদের মতে, সাধারণ মঙ্গল কেবল ব্যক্তির নিজের মঙ্গল বা আত্মপূর্ণতা লাভের মাধ্যমেই হতে পারে। আত্মবাদের সাথে সর্ববাদের মৌলিক পার্থক্য এই যে, আত্মবাদ ব্যক্তির নিজের মঙ্গল ছাড়া আর কোনো কিছুই বিচার বিবেচনা করে না। কিন্তু সর্ববাদ সবার বা সাধারণ মঙ্গলের বিচার বিবেচনা করে।

উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, আত্মবাদ এমন একটি মতবাদ যেটা নৈতিক জীবনের ক্ষেত্রে ব্যক্তি স্বার্থ বা ব্যক্তির নিজস্ব মঙ্গলের কথা বলে এবং ব্যক্তির এটা করা উচিত বলে মনে করে। এখানে ব্যক্তির স্বার্থকেই প্রাধান্য দেয়া হয়েছে। নৈতিকতার দিক থেকে এ মতবাদের গুরুত্ব অপরিসীম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক