নিয়ন্ত্রণবাদ কী?


প্রশ্নঃ নিয়ন্ত্রণবাদ কী? 
অথবা, নিয়ন্ত্রণবাদ কাকে বলে? 
অথবা, Determinism কী? 
অথবা, নৈতিক নিয়ন্ত্রণ কী?

ভূমিকাঃ নীতিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। বিজ্ঞান হিসাবে নীতিবিদ্যা কতকগুলো স্বীকার্য সত্য বা সর্বোচ্চ নিয়মের উপর নির্ভরশীল। একদিকে ব্যক্তি যা ইচ্ছা তা করতে পারে না, অপর দিকে তার ইচ্ছার স্বাধীনতাও আছে। ইচ্ছার স্বাধীনতা সংক্রান্ত বিভিন্ন মতবাদের মধ্যে নিয়ন্ত্রণবাদ, উল্লেখযোগ্য।

নিয়ন্ত্রণবাদঃ নিয়ন্ত্রণবাদের মতে, যা কিছু ঘটে তা অবশ্যই নিয়ন্ত্রিত। তবে অদৃষ্টবাদের সাথে এ মতবাদকে এক করে দেখা ঠিক নয়। কারণ নিয়ন্ত্রণবাদ সঠিক কার্যকারণ সম্পর্কীয় মতবাদ। যার মূল কথা হলো অন্যান্য ঘটনার মতো আমাদের ক্রিয়াকলাপও পূর্ববর্তী কতকগুলো কারণের অধীন। এই পূর্ববর্তী কারণ মানসিক না প্রাকৃতিক না অন্য কোন ধরনের এ মতবাদের কোন ইঙ্গিত না দিয়ে আমাদের শুধু এ টুকুই বলে যে কারণ যে কোনো ধরনের হতে পারে।

উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে নিয়ন্ত্রণবাদ কোনো সন্তোসজনক ব্যাখ্যা দিতে পারেনি। তাছাড়া এ মতবাদকে গ্রহণ করলে ধর্মীয় ও নৈতিক আদর্শের কোনো মূল্য থাকে না। তাই মানুষের ইচ্ছার স্বাধীনতাকে স্বীকার করতে হয়। তাই নীতিবিদ্যায় নিয়ন্ত্রণবাদে গুরুত্ব অপরিসীম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক