স্বনিয়ন্ত্রণবাদ কী?


প্রশ্নঃ স্বনিয়ন্ত্রণবাদ কী?
অথবা, Self determinism বলতে কী বুঝ? 
অথবা, আত্মনিয়ন্ত্রবাদের সংজ্ঞা দাও?
অথবা, আত্মনিয়ন্ত্রবাদ বলতে কী বুঝায়?

ভূমিকাঃ ইচ্ছার স্বাধীনতা হলো বিভিন্ন বিকল্প কাজের মধ্যে একটি পছন্দ করে তা সম্পাদন করার সামর্থ্য বা সক্ষমতাকেই বুঝায় । ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদগুলোর মধ্যে অন্যতম আত্মনিয়ন্ত্রণবাদ।

আত্মনিয়ন্ত্রণবাদঃ নিয়ন্ত্রণবাদের যুক্তিসম্মত রূপটি এমন একটি রূপ, যা এই মত পোষণ করে যে আমাদের ক্রিয়াবলি সরাসরি কেবল আমাদের দেহের বাইরের কারণসমূহ দ্বারা নিয়ন্ত্রিত হয় না। বিশেষ করে আমরা যাকে চরিত্র বলি তার দ্বারাও নিয়ন্ত্রিত হয়ে থাকে। আর নিয়ন্ত্রণবাদের এই রূপটিকেই আত্মনিয়ন্ত্রণবাদ বলে। অদৃষ্টবাদ, নিয়ন্ত্ৰণবাদ ও অনিয়ন্ত্রণবাদের আলোচনা থেকে দেখা যায় . যে ইচ্ছার স্বাধীনতা সম্পর্কীয় এসব মতবাদ কোনো না কোনো দোষে দুষ্ট। আমাদের ইচ্ছা বাইরের শক্তি দ্বারা নিয়ন্ত্রণ হয়ে থাকে। নিয়ন্ত্রণবাদের এ কথা সম্পূর্ণ নয়। বরং আমাদের ইচ্ছা আমাদের চরিত্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। যার পিছনের একটা উদ্দেশ্য আছে। পছন্দের কাজ উদ্দেশ্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে এটা ঠিকই। কিন্তু উদ্দেশ্য আবার আমাদের আত্মার দ্বারাই নির্ধারিত হয়ে থাকে। তাই ম্যাকেঞ্জি বলেছেন, “স্বাধীনতার অর্থ হচ্ছে নিজে নিজের দ্বারাই নিয়ন্ত্রিত হওয়া। তাই মানুষ স্বাধীন”।

উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে আত্মনিয়ন্ত্রণবাদই একটি সুষ্ঠু মতবাদ বলে মনে হয়। অদৃষ্টবাদ, নিয়ন্ত্রবাদ ত্রুটিকে দূরীভূত করে ইচ্ছার স্বাধীনতার কথা একমাত্র আত্মনিয়ন্ত্রণবাদই বলে। তাই আত্মনিয়ন্ত্রবাদকে ইচ্ছার স্বাধীনতার সংগতিপূর্ণ বলে মনে হয়৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক