অথবা, অনিয়ন্ত্রণবাদের মূল বক্তব্য কী?
অথবা, in-determinism কাকে বলে?
অথবা, অনিয়ন্ত্রণবাদে বলতে কি বুঝ।
ভূমিকাঃ নীতিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। নীতিবিদ্যা কতকগুলো নিয়মের উপর নির্ভরশীল। নীতি বিদ্যার কাজের নৈতিকতা বিচারের জন্য যে, সব স্বীকার্য সত্য রয়েছে তার মধ্যে ইচ্ছার স্বাধীনতা অন্যতম। ইচ্ছার স্বাধীনতা সংক্রান্ত বিভিন্ন মতবাদ রয়েছে। তার মধ্যে অনিয়ন্ত্রণবাদ অন্যতম।
অনিয়ন্ত্রণবাদঃ অনিয়ন্ত্রণবাদ নিয়ন্ত্রণবাদের বিপরীত মতবাদ। জগতে যা কিছু ঘটে তার একটা কারণ রয়েছে এই বক্তব্যকে অনিয়ন্ত্রণবাদ স্বীকার করে না। কেননা এ ধরনের বক্তব্যকে স্বীকার করলে ইচ্ছার কোনো স্বাধীনতা থাকে না। এ মতবাদ মানুষের ইচ্ছার স্বাধীনতায় বিশ্বাসী। এই মতের অনুসারীদের মতে, মানুষের ইচ্ছা বা মনন ক্ষমতা সম্পূর্ণ স্বাধীন। মানুষ সামাজিক জীব। সামাজিক পরিবেশে সে যখন পরিস্থিতির সম্মুখীন হয়, তখন যে তার স্বাধীন ক্ষমতা ব্যবহার করে কোনো পরিস্থিতিতে তার জন্য সমীচীন। তা নির্ধারণ করতে পারে। আবার অদৃষ্টবাদের অসারতা অনিয়ন্ত্রণবাদের মানুষ স্বাধীন মনন ক্ষমতার সাক্ষ্য বহন করে। আবার দেখা যায় আমরা যখন কোন সিদ্ধান্ত গ্রহণ করি তখন অনুভব করি সে সিদ্ধান্ত গ্রহণ করার ব্যাপারে আমরা স্বাধীন। আর যখন বুঝতে পারি যে একটি বিশেষ সিদ্ধান্ত ভুল হয়েছে তখন সেটার পরিবর্তনও আমরা করি।
উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, নৈতিক জীবনের তাৎপর্য রক্ষার জন্য ইচ্ছার স্বাধীনতার প্রয়োজন রয়েছে ঠিকই। তবে সমগ্র প্রাকৃতিক জগৎ এমনকি জীব জগতে কিছু না কিছু কারণের দ্বারাও কার্যের নিয়ন্ত্রণ সংঘটিত।
0 মন্তব্যসমূহ