প্রশ্নঃ কোম্পানী আইনে যৌথ দায়-দায়িত্ব এবং সীমাবদ্ধ দায়-দায়িত্ব আলোচনা কর।
ভূমিকাঃ ভূমিকাঃ কোম্পানি আইন ১৯৯৪ অনুসারে কোম্পানি একটি কৃত্রিম ব্যক্তি হিসেবে গণ্য হয়ে থাকে। কিছু ব্যক্তি একত্রিত হয়ে মূলধন সংগ্রহ করে কোম্পানি গঠন করে। এজন্য কোম্পানিকে যৌথ মূলধনী কোম্পানিও বলা হয়। যে কোন কোম্পানি ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধন করতে হয়।
কোম্পানী আইনে যৌথ দায়-দায়িত্বঃ আইন অনুযায়ী কোম্পানিও একটি ব্যক্তি। তবে এটি স্বাভাবিক ব্যক্তি নয়। এটি কৃত্রিম ব্যক্তি। কোন কোম্পানি নিজে বাদী হয়ে অন্যের নামে মামলা দায়ের করতে পারে। আবার তৃতীয় কোন পক্ষ মামলা দায়ের করলে বিবাদী হিসেবে উক্ত মামলার মোকাবিলা করতে পারে।
অন্যদিকে কোম্পানির মালিকগণও ব্যক্তি। কোম্পানির মালিকদের যেমন অধিকার ও দায়- দায়িত্ব আছে তেমনি কোম্পানিরও অধিকার ও দায়-দায়িত্ব আছে। তবে কোম্পানির মালিক ও কোম্পানির অধিকার ও দায়-দায়িত্ব এক নয়।
অর্থাৎ কিছু লোক একত্রিত হয়ে কোম্পানি গঠন করলে উক্ত পরিচালক বা শেয়ার হোল্ডারগণ বা যেমন ব্যক্তি হিসেবে পরিগণিত তেমনি কোম্পানিও ব্যক্তি হিসেবে পরিগণিত। এই উভয় ব্যক্তির সমন্বয়ে যৌথ ব্যক্তিত্ব সৃষ্টি হয়।
সীমাবদ্ধ দায়-দায়িত্বঃ সীমিত দায়সম্পন্ন কোম্পানির শেয়ার মালিকদের ক্রয়কৃত শেয়ারের মূল্য পরিশোধ করলে দায় শেষ হয়ে যায়। অর্থাৎ কোন কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানির দায় শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকে। এই ধরনের কোম্পানির পাওনাদারগণ কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে কিন্তু মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে না। এক্ষেত্রে মালিকদের ব্যক্তিগত সম্পত্তিও দায়বদ্ধ হয় না। এটিই হলো কোন কোম্পানির সীমাবদ্ধ দায়-দায়িত্ব।
উপসংহারঃ কোন কোম্পানি প্রতিষ্ঠা করতে হলে তা ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত হতে হয়। কোন পাবলিক কোম্পানি বা বৃহৎ কোম্পানি প্রতিষ্ঠা করা হলে তা পরিচালনা করা সম্ভব না হলে যেমন ছোট কোম্পানিতে পরিণত করা যায় তেমনি কোন প্রাইভেট বা ছোট কোম্পানির পরিসর বৃদ্ধি করতে চাইলে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে তা করা যায়।
0 মন্তব্যসমূহ