ম্যানেজিং এজেন্ট বা ব্যবস্থাপনা প্রতিনিধির কার্যাবলী উল্লেখ কর


প্রশ্নঃ ম্যানেজিং এজেন্ট বা ব্যবস্থাপনা প্রতিনিধির কার্যাবলী উল্লেখ কর।

ভূমিকাঃ কোন কোম্পানির মূল চালক হলেন ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজিং ডাইরেক্টর। ইংরেজিতে একে Managing Director বলে। আবার ব্যবস্থাপনা পরিচালকের নিয়ন্ত্রণে থেকে ব্যবস্থাপনা প্রতিনিধিও কোম্পানির অগ্রগতি বিশেষ ভূমিকা রাখেন। তবে যে কোন ব্যক্তি কোম্পানির ব্যবস্থাপনা প্রতিনিধি হতে পারলেও যে কোন ব্যক্তি ব্যবস্থাপনা পরিচালক হতে পারেন না।

ম্যানেজিং এজেন্ট (Managing Agent) বা ব্যবস্থাপনা প্রতিনিধি কাকে বলেঃ কোম্পানি আইনের ২(১-কিউ) ধারা অনুযায়ী-

নির্দিষ্ট সময়ের জন্য পারিশ্রমিকের বিনিময়ে এক বা একাধিক ব্যক্তি অথবা এক বা একাধিক প্রতিষ্ঠানের সাথে কোন কোম্পানির যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব প্রদান করে কোন চুক্তি হলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ম্যানেজিং এজেন্ট বলে।

ম্যানেজিং এজেন্ট কোম্পানির পরিচালনা পরিষদের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে থেকে কার্য সম্পাদন করে।

ম্যানেজিং এজেন্ট বা ব্যবস্থাপনা প্রতিনিধির কার্যাবলীঃ নিম্নে ম্যানেজিং এজেন্ট বা ব্যবস্থাপনা প্রতিনিধির কার্যাবলী উল্লেখ করা হলো-

(১) কোম্পানির প্রবর্তক হিসেবে কাজ করা : ম্যানেজিং এজেন্ট বা ব্যবস্থাপনা প্রতিনিধি কোম্পানির মালিক নয়। কিন্তু কোম্পানি গঠনের ক্ষেত্রে তিনি বিশেষ ভূমিকা পালন করেন।

(২) মূলধন সংগ্রহ করা : ম্যানেজিং এজেন্ট বা ব্যবস্থাপনা প্রতিনিধি কোম্পানির প্রাথমিক মূলধন সংগ্রহ করেন।

(৩) বিনিয়োগকারীদের উৎসাহিত করা : ম্যানেজিং এজেন্ট বা ব্যবস্থাপনা প্রতিনিধি বিভিন্ন বিনিয়োগকারীদের উৎসাহিত করেন।

(৪) কোম্পানি নিবন্ধনে সহায়তা করা : ম্যানেজিং এজেন্ট বা ব্যবস্থাপনা প্রতিনিধি কোম্পানির নিবন্ধন পাওয়ার জন্য সহায়তা করেন।

(৫) ব্যবস্থাপক হিসেবে কাজ করা : ম্যানেজিং এজেন্ট বা ব্যবস্থাপনা প্রতিনিধির অন্যতম কাজ হলো কোম্পানির পরিচালনা পরিষদের নিয়ন্ত্রণ ও তত্ত্ববধানে থেকে ব্যবস্থাপক হিসেবে কাজ করা। ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন বিষয়ে ম্যানেজিং এজেন্ট বা ব্যবস্থাপনা প্রতিনিধি সহায়তা করে থাকেন।
 
উপসংহারঃ একটি কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালক এবং ম্যানেজিং এজেন্ট বা ব্যবস্থাপনা প্রতিনিধি উভয়ে গুরুত্ব পূর্ণ। যার যার অবস্থানে থেকে তারা কোম্পানির উন্নয়নে কাজ করেন। তবে ম্যানেজিং এজেন্টকে ম্যানেজিং ডিরেক্টরের অধীনে থেকে কাজ করতে হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক