কোম্পানি ও অংশীদারী কারবারের মধ্যে পার্থক্য কি?


প্রশ্নঃ কোম্পানি ও অংশীদারী কারবারের মধ্যে পার্থক্য উল্লেখ কর।

ভূমিকাঃ ভূমিকাঃ কোম্পানি আইন ১৯৯৪ অনুসারে কোম্পানি একটি কৃত্রিম ব্যক্তি হিসেবে গণ্য হয়ে থাকে। কিছু ব্যক্তি একত্রিত হয়ে মূলধন সংগ্রহ করে কোম্পানি গঠন করে। এজন্য কোম্পানিকে যৌথ মূলধনী কোম্পানিও বলা হয়। যে কোন কোম্পানি ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধন করতে হয়।

কোম্পানি ও অংশীদারী কারবারের মধ্যে পার্থক্যঃ নিম্নে কোম্পানি ও অংশীদারী কারবারের মধ্যে পার্থক্য বর্ণনা করা হলো- 

পার্থক্যের বিষয়

কোম্পানি

অংশীদারী কারবার 

(১) সংজ্ঞাগত পার্থক্য

মুনাফা অর্জনের লক্ষ্যে কতিপয় ব্যক্তি মিলিত হয়ে এবং যৌথ মূলধন সংগ্রহ করে প্রচলিত আইন অনুযায়ী যে কারবার গঠন করে তাকে যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানি বলে। 

সকলের দ্বারা পরিচালিত অথবা সকলের পক্ষে একজন দ্বারা পরিচালিত কোন ব্যবসার মুনাফা নিজেদের মধ্যে বন্টনের উদ্দেশ্যে চুক্তি করা হলে উক্ত ব্যক্তিদের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে তাকে অংশীদারী কারবার বলে।

(২) আইনগত স্বত্ত্বা

কোম্পানির আইনগত পৃথক স্বত্ত্বা আছে।

অংশীদারী কারবারের আইনগত পৃথক স্বত্ত্বা নেই।

(৩) প্রতিশব্দগত পার্থক্য

কোম্পানিকে ইংরেজিতেও Company বলে। 

অংশীদারী কারবারকে ইংরেজিতে Partnership Business বলে।

(৪) গঠনগত পার্থক্য

কোম্পানি গঠন করা কঠিন। 

অংশীদারী কারবার গঠন করা সহজ। 

(৫) সদস্যগত পার্থক্য 

কোম্পানি যদি প্রাইভেট হয় তাহলে ২-৫০ জন সদস্য নিয়ে গঠিত হয় এবং পাবলিক হলে ৭ থেকে শেয়ার দ্বারা সীমাবদ্ধ সংখ্যক সদস্য নিয়ে গঠিত হয় ৷ 

অংশীদারী কারবার ২-১০ জন সদস্য নিয়ে গঠিত হয়।

(৬) মূলধনগত পার্থক্য

কোম্পানির মূলধনের সীমাবদ্ধতা নেই৷ 

অংশীদারী কারবার সীমিত মূলধন নিয়ে গঠিত হয়।

(৭) ক্ষমতাগত পার্থক্য

কোম্পানির ক্ষমতা অনেক।

অংশীদারী কারবারের ক্ষমতা সীমিত।

(৮) দায়গত পার্থক্য

কোম্পানির দায় শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকে।

অংশীদারী কারবারের দায় সীমাহীন।


উপসংহারঃ কোন কোম্পানি প্রতিষ্ঠা করতে হলে তা ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত হতে হয়। কোন পাবলিক কোম্পানি বা বৃহৎ কোম্পানি প্রতিষ্ঠা করা হলে তা পরিচালনা করা সম্ভব না হলে যেমন ছোট কোম্পানিতে পরিণত করা যায় তেমনি কোন প্রাইভেট বা ছোট কোম্পানির পরিসর বৃদ্ধি করতে চাইলে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে তা করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক