রাইট শেয়ার কাকে বলে?


প্রশ্নঃ রাইট শেয়ার কাকে বলে?

ভূমিকাঃ শেয়ার ও ঋণপত্র কোন কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শেয়ার ও ঋণপত্রের মাধ্যমে একটি কোম্পানি মূলধন সংগ্রহ করে থাকে। শেয়ারের মালিকগণই মূলতঃ কোম্পানির মালিক। রাইট শেয়ারও শেয়ারহোল্ডারদের এক ধরণের মূলধন। 

রাইট শেয়ার (Rights Shares) কাকে বলেঃ কোন কোম্পানি গঠন করার পর, তার মূলধন বৃদ্ধির জন্য শেয়ারহোল্ডারদের মধ্যে পুনরায় শেয়ার বন্টন করা হলে তাকে রাইট শেয়ার বলে।

অর্থাৎ কোন কোম্পানির নতুন শেয়ার বন্টনের ক্ষেত্রে পুরাতন শেয়ারহোল্ডারদের কিছু অধিকার প্রদান করে যে শেয়ার বন্টন করা হয় তাকে রাইট শেয়ার বলে।

উপসংহারঃ ঋণপত্র বিক্রয় কোম্পানির এক ধরনের ঋণ। যার নিকট ঋণপত্র বিক্রয় করা হয় তাকে এই ঋণের উপর নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হয়। সাধারণত কোন কোম্পানি যখন মূলধনের অভাবে পরিচালনা করা সম্ভব হয় না তখন এই ঋণপত্র বিক্রয় করে মূলধন সংগ্রহ করা হয়। কিন্তু রাইট শেয়ার ইস্যু করলে কোম্পানি সরাসরি ঋণপত্র বিক্রয় থেকে মুক্ত থাকতে পারে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক