প্রশ্নঃ পাবলিক ও প্রাইভেট কোম্পানির পার্থক্য কি?ভূমিকাঃ যে কোন কোম্পানি একটি ব্যক্তি। তবে এটি কৃত্রিম ব্যক্তি হিসেবে গণ্য । কিছু ব্যক্তি একত্রিত হয়ে মূলধন সংগ্রহ করে কোম্পানি গঠন করে। কোম্পানিকে যৌথ মূলধনী কোম্পানিও বলা হয় । যে কোন কোম্পানি ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধন করতে হয়।
কোম্পানি (Company) কাকে বলেঃ কোম্পানি আইনের ২(১-ডি) অনুযায়ী-
কোম্পানি বলতে এই আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত কোন কোম্পানিকে বোঝাবে।” মুনাফা অর্জনের লক্ষ্যে কতিপয় ব্যক্তি মিলিত হয়ে এবং যৌথ মূলধন সংগ্রহ করে প্রচলিত আইন অনুযায়ী যে কারবার গঠন করে তাকে যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানি বলে। যে কোন কোম্পানি ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধন করতে হয়। যার ফলে এটি কোন কোম্পানি কৃত্রিম ব্যক্তিস্বত্তা সৃষ্টি করে।
পাবলিক ও প্রাইভেট কোম্পানির পার্থক্যঃ নিম্নে পাবলিক ও প্রাইভেট কোম্পানির পার্থক্য উল্লেখ করা হলো-
পার্থক্যের বিষয় | পাবলিক কোম্পানি | প্রাইভেট কোম্পানি |
(১) সংজ্ঞাগত পার্থক্য | প্রাইভেট লিমিটেড কোম্পানি ব্যতীত কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত অন্য সকল কোম্পানি হলো পাবলিক লিমিটেড কোম্পানি। | যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৫০ জন তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। |
(২) প্রতিশব্দগত পার্থক্য | পাবলিক কোম্পানিকে ইংরেজিতে Public Company বলে। | প্রাইভেট কোম্পানিকে ইংরেজিতে Private Company বলে। |
(৩) ধারাগত পার্থক্য | পাবিলক কোম্পানির বিধান উল্লেখিত হয়েছে ২(১-জে) ধারায়। | প্রাইভেটাম্পানির বিধান উল্লেখিত হয়েছে ২(১-কে) ধারায়। |
(৪) সর্বনিম্ন সদস্যগত পার্থক্য | পাবলিক কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা ৭ জন। | প্রাইভেট কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা ২ জন। |
(৫) মূলধনগত পার্থক্য | পাবলিক কোম্পানির মূলধন বেশি থাকে। | প্রাইভেট কোম্পানির মূলধন কম থাকে। |
(৬) আকারগত পার্থক্য | পাবলিক কোম্পানি একটি বৃহৎ প্ৰতিষ্ঠান। | প্রাইভেট কোম্পানি একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান। |
(৭) সভাগত পার্থক্য | পাবলিক কোম্পানির জন্য বিধিবদ্ধ সভা আহ্বান করা বাধ্যতামূলক। | প্রাইভেট কোম্পানির জন্য বিধিবদ্ধ সভা আহ্বান করা বাধ্যতামূলক নয়। |
(৮) শেয়ার হস্তান্তরগত পার্থক্য | পাবলিক কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর করা যায়৷ | প্রাইভেট কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না। |
(৯) হিসাব দাখিলগত পার্থক্য | নিবন্ধকের নিকট (যেমন স্টক এক্সচেঞ্জে) পাবলিক কোম্পানির হিসাব দাখিল করতে হয়। | নিবন্ধকের নিকট যেমন স্টক এক্সচেঞ্জে) প্রাইভেট কোম্পানির হিসাব দাখিল করতে হয় না। |
(১০) হিসাব নিরীক্ষাগত পার্থক্য | যে কোন নিরীক্ষক দিয়ে পাবলিক কোম্পানির হিসাব নিরীক্ষা করা যায় না। | যে কোন নিরীক্ষক দিয়ে প্রাইভেট কোম্পানির হিসাব নিরীক্ষা করা যায়। |
উপসংহারঃ কোন কোম্পানি প্রতিষ্ঠা করতে হলে তা ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত হতে হয়। কোন পাবলিক কোম্পানি বা বৃহৎ কোম্পানি প্রতিষ্ঠা করা হলে তা পরিচালনা করা সম্ভব না হলে যেমন ছোট কোম্পানিতে পরিণত করা যায় তেমনি কোন প্রাইভেট বা ছোট কোম্পানির পরিসর বৃদ্ধি করতে চাইলে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে তা করা যায়।
1 মন্তব্যসমূহ
ভালো
উত্তরমুছুন