প্রশ্নঃ একটি পাবলিক কোম্পানিকে কিভাবে প্রাইভেট কোম্পানিতে রূপান্তর করা যায়?
ভূমিকাঃ যে কোন কোম্পানি একটি ব্যক্তি। তবে এটি কৃত্রিম ব্যক্তি হিসেবে গণ্য । কিছু ব্যক্তি একত্রিত হয়ে মূলধন সংগ্রহ করে কোম্পানি গঠন করে। কোম্পানিকে যৌথ মূলধনী কোম্পানিও বলা হয় । যে কোন কোম্পানি ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধন করতে হয়।
কোম্পানি (Company) কাকে বলেঃ কোম্পানি আইনের ২(১-ডি) অনুযায়ী-
কোম্পানি বলতে এই আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত কোন কোম্পানিকে বোঝাবে।” মুনাফা অর্জনের লক্ষ্যে কতিপয় ব্যক্তি মিলিত হয়ে এবং যৌথ মূলধন সংগ্রহ করে প্রচলিত আইন অনুযায়ী যে কারবার গঠন করে তাকে যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানি বলে। যে কোন কোম্পানি ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধন করতে হয়। যার ফলে এটি কোন কোম্পানি কৃত্রিম ব্যক্তিস্বত্তা সৃষ্টি করে।
একটি পাবলিক কোম্পানিকে কিভাবে প্রাইভেট কোম্পানিতে রূপান্তর করা যায়ঃ
বিভিন্ন কারণে একটি পাবলিক কোম্পানিকে অনেক সময় প্রাইভেট কোম্পানিতে রূপান্তরিত করতে হয়। কোম্পানি আইন অনুযায়ী নিম্নোক্তভাবে একটি পাবলিক কোম্পানিকে প্রাইভেট কোম্পানিতে রূপান্তর করা যায়-
(১) সাধারণ সভায় প্রস্তাব পাস : পাবলিক কোম্পানিকে প্রাইভেট কোম্পানিতে রূপান্তর করতে হলে সাধারণ সভায় বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
(২) নোটিশ প্রদান : এই ধরনের সভার কমপক্ষে ২১ দিন পূর্বে সকল শেয়ারহোল্ডারকে নোটিশ দ্বারা জানাতে হবে।
(৩) ভোট প্রদান : উক্ত সভায় কমপক্ষে তিন-চতুর্থাংশ ভোটারের ভোটের মাধ্যমে প্রস্তাব পাশ করা হবে।
(৪) মেমোরেন্ডাম পরিবর্তন : মেমোরেন্ডামে যে সকল ধারা প্রাইভেট কোম্পানি সংক্রান্ত সেগুলি অন্তর্ভুক্ত করতে হবে।
(৫) সদস্য সংখ্যা : কর্মচারী ব্যতীত কোম্পানির সদস্য সংখ্যা ৫০ এর মধ্যে সীমাবদ্ধ করতে হবে।
(৬) শেয়ার ও ঋণপত্র বিক্রয় নিষিদ্ধ : কোম্পানির শেয়ার ও ঋণপত্র জনগণের নিকট বিক্রয় নিষিদ্ধ করতে হবে।
(৭) নিবন্ধকের নিকট দলিল দাখিল : সাধারণ সভার বিশেষ সিদ্ধান্তের অনুলিপি, সংশোধিত মেমোরেন্ডামের অনুলিপি, সংশোধিত নাম এবং প্রয়োজনীয় দলিলপত্র নিবন্ধকের নিকট জমা দিতে হবে। নিবন্ধক উক্ত দলিলপত্র অনুমোদন করলে সিদ্ধান্ত গ্রহণের দিন থেকে একটি পাবলিক কোম্পানি প্রাইভেট কোম্পানিতে রূপান্তর হয়েছে বলে গণ্য হবে।
উপসংহারঃ কোন কোম্পানি প্রতিষ্ঠা করতে হলে তা ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত হতে হয়। কোন পাবলিক কোম্পানি বা বৃহৎ কোম্পানি প্রতিষ্ঠা করা হলে তা পরিচালনা করা সম্ভব না হলে যেমন ছোট কোম্পানিতে পরিণত করা যায় তেমনি কোন প্রাইভেট বা ছোট কোম্পানির পরিসর বৃদ্ধি করতে চাইলে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে তা করা যায়।
0 মন্তব্যসমূহ