প্রশ্নঃ কোম্পানী আইনে পৃথক ব্যক্তিস্বত্বা কি?
অথবা, 'কোম্পানি একজন আইনস্বীকৃত কৃত্রিম ব্যক্তি'- আলোচনা কর।
ভূমিকাঃ ভূমিকাঃ কোম্পানি আইন ১৯৯৪ অনুসারে কোম্পানি একটি কৃত্রিম ব্যক্তি হিসেবে গণ্য হয়ে থাকে। কিছু ব্যক্তি একত্রিত হয়ে মূলধন সংগ্রহ করে কোম্পানি গঠন করে। এজন্য কোম্পানিকে যৌথ মূলধনী কোম্পানিও বলা হয়। যে কোন কোম্পানি ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধন করতে হয়।
পৃথক ব্যক্তিস্বত্ত্বা অথবা কোম্পানি একজন আইনস্বীকৃত কৃত্রিম ব্যক্তি- আলোচনাঃ মুনাফা অর্জনের লক্ষ্যে কতিপয় ব্যক্তি মিলিত হয়ে এবং যৌথ মূলধন সংগ্রহ করে প্রচলিত আইন অনুযায়ী যে কারবার গঠন করে তাকে যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানি বলে কোন কোম্পানি প্রতিষ্ঠা করতে হলে- ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী তা নিবন্ধিত হতে হয়। আর কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত হলে একটি কৃত্রিম ব্যক্তিস্বত্ত্বা সৃষ্টি হয়। কৃত্রিম ব্যক্তিস্বত্ত্বা সৃষ্টি হওয়া অর্থ হলো নিজ নামে পরিচালিত হওয়ার যোগ্যতা অর্জন করা। অর্থাৎ কোম্পানিও এক্ষেত্রে একটি ব্যক্তি হিসেবে গণ্য হয়। কারবারের ব্যক্তি এবং এই ব্যক্তি সম্পূর্ণ আলাদা। কারবারের ব্যক্তি একটি প্রাকৃতিক ব্যক্তি। আর এই ব্যক্তি হলো আইন দ্বারা সৃষ্ট ব্যক্তি। এই ব্যক্তি নিজে বাদী হয়ে অন্যের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। আবার অন্য কেউ মামলা করলে বিবাদী হিসেবে উক্ত মামলা মোকাবেলা করতে পারে। মালিকের মৃত্যু হলেও কোম্পানির মৃত্যু হয় না। সুতরাং একটি কোম্পানি পৃথক ব্যক্তিস্বত্ত্বা হিসেবে প্রতিষ্ঠিত।
উপসংহারঃ কোন কোম্পানি প্রতিষ্ঠা করতে হলে তা ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত হতে হয়। কোন পাবলিক কোম্পানি বা বৃহৎ কোম্পানি প্রতিষ্ঠা করা হলে তা পরিচালনা করা সম্ভব না হলে যেমন ছোট কোম্পানিতে পরিণত করা যায় তেমনি কোন প্রাইভেট বা ছোট কোম্পানির পরিসর বৃদ্ধি করতে চাইলে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে তা করা যায়।
0 মন্তব্যসমূহ