অনিয়মিত শেয়ার বরাদ্দের ফলাফল কি?


প্রশ্নঃ অনিয়মিত শেয়ার বরাদ্দের ফলাফল কি?

ভূমিকাঃ শেয়ার ও ঋণপত্র কোন কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শেয়ার ও ঋণপত্রের মাধ্যমে একটি কোম্পানি মূলধন সংগ্রহ করে থাকে। শেয়ারের মালিকগণই মূলত: কোম্পানির মালিক। তবে পাবলিক কোম্পানির শেয়ার হস্তান্তরযোগ্য হলেও প্রইভেট কোম্পানির শেয়ার হস্তান্তরযোগ্য নয়।

শেয়ার (Share) কাকে বলেঃ কোম্পানি আইনের ২(১-এস) ধারা অনুযায়ী-

শেয়ার বলতে কোম্পানির মূলধনের কোন অংশকে বোঝাবে। এছাড়া ব্যক্ত বা অব্যক্ত কোন স্টক ও শেয়ারের পার্থক্য প্রকাশ পেলে সেই স্টক ছাড়া অন্যান্য স্টকও এই সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে।

বিচারপতি ফেয়ারওয়েল এর মতে, অর্থ দ্বারা পরিমাপযোগ্য স্বার্থকে শেয়ার বলে।

অনিয়মিত শেয়ার বরাদ্দের ফলাফলঃ কোম্পানি আইনের ১৪৯ ধারা অনুযায়ী নিম্নে অনিয়মিত শেয়ার বরাদ্দের ফলাফল উল্লেখ করা হলোঃ

(১) চুক্তি বাতিল : বিধিবদ্ধ সভা অনুষ্ঠিত হওয়ার ১ মাসের মধ্যে অথবা অনিয়মিত শেয়ার বরাদ্দের ১ মাসের মধ্যে শেয়ার মালিকগণ শেয়ার ক্রয়ের চুক্তি বাতিল করতে পারে। 

(২) কোম্পানিকে ক্ষতিপূরণ প্রদান : কোন পরিচালক কোম্পানির বিধান লংঘন করে অনিয়মিত শেয়ার বরাদ্দ করলে বা অনুমতি প্রদান করলে এবং কোম্পানির ক্ষতি হলে উক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। এই ক্ষতিপূরণ আদায়ের জন্য ২ বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে।

(৩) প্রাপককে ক্ষতিপূরণ প্রদান : কোন পরিচালক কোম্পানির বিধান লংঘন করে অনিয়মিত শেয়ার বরাদ্দ করলে বা অনুমতি প্রদান করলে এবং প্রাপকের ক্ষতি হলে উক্ত প্রাপককে ক্ষতিপূরণ প্রদান করবেন। এই ক্ষতিপূরণ আদায়ের জন্য ২ বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে।

উপসংহারঃ উল্লেখ্য, কোম্পানির মোট মূলধনকে নির্দিষ্ট এককে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলে তার প্রত্যেকটিকে এক একটি শেয়ার বলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক