আন্তর্জাতিক আদালতকে অধিকতর কার্যকর করতে চাইলে তোমার পরামর্শ কি হবে?


প্রশ্নঃ আন্তর্জাতিক আদালতের ফলপ্রসূতা উন্নয়নের লক্ষ্যে ব্যবস্থাবলী উল্লেখ কর.

অথবা, আন্তর্জাতিক আদালতকে অধিকতর কার্যকর করতে চাইলে তোমার পরামর্শ কি হবে?

ভূমিকাঃ জাতিসংঘের অন্যতম একটি অঙ্গ হলো আন্তর্জাতিক আদালত। এটি জাতিসংঘের প্রধান বিচারবিভাগীয় অঙ্গ। কিছু রাষ্ট্র ব্যতীত পৃথিবীর প্রায় সকল রাষ্ট্র জাতিসংঘের সদস্য। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আইনগত বিষয়ে কোন বিরোধ দেখা দিলে এই সংস্থা তার বিচার করে৷

এই আদালতের ফলপ্রসূতা উন্নয়নের লক্ষ্যে ব্যবস্থাবলী অথবা আন্তর্জাতিক আদালতকে অধিকতর কার্যকর করতে চাইলে তোমার পরামর্শ কি হবেঃ নিম্নে আন্তর্জাতিক আদালতের ফলপ্রসূতা উন্নয়নের লক্ষ্যে ব্যবস্থাবলী উল্লেখ করা হলোঃ 

(১) রায় কার্যকর করা : আন্তর্জাতিক আদালতের রায় কার্যকর বা বলবৎ করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে বল প্রয়োগের মাধ্যমে রায় কার্যকর করতে হবে। 

(২) বিষয়বস্তু পরিবর্তন করতে হবে : আন্তর্জাতিক আইনের বিষয়বস্তু পরিবর্তন করতে হবে। কারণ ইউরোপের অনেক দেশ মনে করে আন্তর্জাতিক আইন তাদের জন্যই প্রণীত হয়েছে।

(৩) সমতার নীতি বাস্তবায়ন : ক্ষমতাসীন দেশের প্রভাব মুক্ত হয়ে সমতার নীতি বাস্তবায়ন করতে হবে।

উপসংহারঃ আন্তর্জাতিক আদালত জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এই আদালতের উপদেশ কারো জন্য বাধ্যতামূলক না হলেও এর বিচারের রায় বাধ্যকর। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক