হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির সম্পর্ক আলোচনা কর


প্রশ্নঃ হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির সম্পর্ক আলোচনা কর।

ভূমিকাঃ যে কোন কোম্পানি একটি ব্যক্তি। তবে এটি কৃত্রিম ব্যক্তি হিসেবে গণ্য । কিছু ব্যক্তি একত্রিত হয়ে মূলধন সংগ্রহ করে কোম্পানি গঠন করে। কোম্পানিকে যৌথ মূলধনী কোম্পানিও বলা হয় । যে কোন কোম্পানি ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধন করতে হয়।

কোম্পানি (Company) কাকে বলেঃ কোম্পানি আইনের ২(১-ডি) অনুযায়ী-

কোম্পানি বলতে এই আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত কোন কোম্পানিকে বোঝাবে।” মুনাফা অর্জনের লক্ষ্যে কতিপয় ব্যক্তি মিলিত হয়ে এবং যৌথ মূলধন সংগ্রহ করে প্রচলিত আইন অনুযায়ী যে কারবার গঠন করে তাকে যৌথ মূলধনী কোম্পানি বা কোম্পানি বলে। যে কোন কোম্পানি ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধন করতে হয়। যার ফলে এটি কোন কোম্পানি কৃত্রিম ব্যক্তিস্বত্তা সৃষ্টি করে।

হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির সম্পর্কঃ

হোল্ডিং কোম্পানি : যদি কোন কোম্পানি অন্য কোন কোম্পানির শতকরা ৫০ ভাগের বেশি শেয়ার ক্রয় করে অথবা ৫০ ভাগের বেশি ভোট দান করার ক্ষমতা অর্জন করে অথবা সংখাগরিষ্ঠ পরিচালক নিয়োগের ক্ষমতা অর্জন করে তাহলে তাকে হোল্ডিং কোম্পানি বলে। সাবসিডিয়ারি কোম্পানি : যদি কোন কোম্পানি অন্য কোন কোম্পানির শতকরা ৫০ ভাগের বেশি শেয়ার ক্রয় করে অথবা ৫০ ভাগের বেশি ভোট দান করার ক্ষমতা অর্জন করে অথবা সংখাগরিষ্ঠ পরিচালক নিয়োগের ক্ষমতা অর্জন করে তাহলে শেষোক্ত কোম্পানিকে সাবসিডিয়ারি কোম্পানি বলে।

উভয় কোম্পানির সম্পর্ক : যদি কোন কোম্পানি অন্য কোন কোম্পানির শতকরা ৫০ ভাগের বেশি শেয়ার ক্রয় করে অথবা ৫০ ভাগের বেশি ভোট দান করার ক্ষমতা অর্জন করে অথবা সংখাগরিষ্ঠ পরিচালক নিয়োগের ক্ষমতা অর্জন করে তাহলে সেই কোম্পানি হলো হোল্ডিং কোম্পানি এবং শেষোক্ত কোম্পানি হলো সাবসিডিয়ারি কোম্পানি। মূলতঃ উভয় কোম্পানির আলাদা আলাদা ব্যক্তিস্বত্ত্বা বজায় থাকলেও হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানিকে পরিচালিত করে।

উপসংহারঃ কোন কোম্পানি প্রতিষ্ঠা করতে হলে তা ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত হতে হয়। কোন পাবলিক কোম্পানি বা বৃহৎ কোম্পানি প্রতিষ্ঠা করা হলে তা পরিচালনা করা সম্ভব না হলে যেমন ছোট কোম্পানিতে পরিণত করা যায় তেমনি কোন প্রাইভেট বা ছোট কোম্পানির পরিসর বৃদ্ধি করতে চাইলে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে তা করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক