কোম্পানির দায়-দায়িত্ব কখন অসীম হয়?


প্রশ্নঃ 
কখন একটি লিমিটেড কোম্পানির দায়-দায়িত্ব অসীম হয়?

ভূমিকাঃ ভূমিকাঃ কোম্পানি আইন ১৯৯৪ অনুসারে কোম্পানি একটি কৃত্রিম ব্যক্তি হিসেবে গণ্য হয়ে থাকে। কিছু ব্যক্তি একত্রিত হয়ে মূলধন সংগ্রহ করে কোম্পানি গঠন করে। এজন্য কোম্পানিকে যৌথ মূলধনী কোম্পানিও বলা হয়। যে কোন কোম্পানি ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধন করতে হয়।

সীমাবদ্ধ দায়-দায়িত্বঃ সীমিত দায়সম্পন্ন কোম্পানির শেয়ার মালিকদের ক্রয়কৃত শেয়ারের মূল্য পরিশোধ করলে দায় শেষ হয়ে যায়। অর্থাৎ কোন কোম্পানি বা যৌথ মূলধনী কোম্পানির দায় শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকে। এই ধরনের কোম্পানির পাওনাদারগণ কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে কিন্তু মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে না। এক্ষেত্রে মালিকদের ব্যক্তিগত সম্পত্তিও দায়বদ্ধ হয় না। এটিই হলো কোন কোম্পানির সীমাবদ্ধ দায়-দায়িত্ব।

কখন একটি লিমিটেড কোম্পানির দায়-দায়িত্ব অসীম হয়ঃ কোন প্রাইভেট কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা যদি ২ জনের কম হয় এবং পাবলিক কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা ৭ জনের কম হয় এবং এই অবস্থা ৬ মাস অতিক্রম করার পরও সদস্যদের জ্ঞাতসারে কোম্পানি ব্যবসা চালাতে থাকে তাহলে সেই সময়ে ব্যবসার জন্য কোম্পানি যে দেনা হবে তার জন্য তৎকালীন প্রত্যেক সদস্য ব্যক্তিগতভাবে দায়ী থাকবে। অর্থাৎ এক্ষেত্রে উক্ত সদস্য বা সদস্যদের দায়-দায়িত্ব অসীম হবে।

উপসংহারঃ কোন কোম্পানি প্রতিষ্ঠা করতে হলে তা ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত হতে হয়। কোন পাবলিক কোম্পানি বা বৃহৎ কোম্পানি প্রতিষ্ঠা করা হলে তা পরিচালনা করা সম্ভব না হলে যেমন ছোট কোম্পানিতে পরিণত করা যায় তেমনি কোন প্রাইভেট বা ছোট কোম্পানির পরিসর বৃদ্ধি করতে চাইলে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে তা করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক