অথবা, পরিচালক কে? পরিচালকের পদ কিভাবে শূন্য হয়?
ভূমিকাঃ যিনি কোন কিছু পরিচালনা করেন তাকে পরিচালক বলে। ইংরেজিতে বলে Director। কোন কোম্পানির শেয়ার মালিকগণ প্রকৃতপক্ষে কোম্পানির মালিক হলেও তারা সকলে মিলে কোম্পানি পরিচালনা করেন না। শেয়ার মালিকগণ ভোটের মাধ্যমে এক দল পরিচালক নির্বাচন করেন। এরাই মূলতঃ কোম্পানি পরিচালনা করেন।
পরিচালক (Director) কেঃ কোন কোম্পানি পরিচালনার জন্য শেয়ারহোল্ডারগণ কর্তৃক নির্বাচিত ব্যক্তিদেরকে পরিচালক বলে।
কোম্পানি আইনের ২(১-আই) ধারা অনুযায়ী- যে ব্যক্তি পরিচালকের স্থান দখল করে থাকে তাকে পরিচালক বলে। এক্ষেত্রে তিনি যে নামেই অভিহিত হোন না কেন, তিনি পরিচালক হিসেবে গণ্য হবেন।
লিমিটেড কোম্পানিতে কমপক্ষে ৩ জন এবং প্রাইভেট কোম্পানিতে কমপক্ষে ২ জন পরিচালক থাকবেন। [ধারা-৯০]
পরিচালক কি কোম্পানির জিম্মাদার অথবা পরিচালক ও জিম্মাদারের পার্থক্যঃ জিম্মাদার বা Trustee অন্যের সম্পত্তি দেখাশুনা করেন বা তত্ত্বাবধান করেন। অনেকের মতে পরিচালগণও একজন জিম্মাদার বা ট্রাষ্টির ন্যায় দায়িত্ব পালন করেন। কিন্তু আইনত পরিচালকগণকে জিম্মাদার বা ট্রাষ্টি হিসেবে গণ্য করা যায় না। নিম্নে তার কারণ উল্লেখ করা হলো-
(১) কোম্পানির মালিক : শেয়ারহোল্ডারদের মধ্য থেকে পরিচালক নির্বাচিত হন। অর্থাৎ প্রত্যেক পরিচালকের যেহেতু উক্ত কোম্পানির শেয়ার থাকে সেহেতু তারাও কোম্পানির মালিক। কিন্তু জিম্মাদার বা ট্রাষ্টি কখনো সংশ্লিষ্ট সম্পত্তির মালিক হন না। কাজেই পরিচালকগণকে জিম্মাদার হিসেবে গণ্য করা যায় না।
(২) চুক্তি সম্মাদন : কোন পরিচালক চুক্তি সম্পাদন করলে তা কোম্পানির নামে করতে হয়। অন্যদিকে জিম্মাদার যখন তৃতীয় পক্ষের সাথে চুক্তি করেন তখন তার নিজ নামেই চুক্তি সম্পাদন করেন। কাজেই পরিচালক আর জিম্মাদার এক কথা নয়৷
(৩) স্বার্থগত ভিন্নতা : একজন জিম্মাদার লাভভোগীদের পক্ষে সম্পত্তি দেখাশোনা করেন। এক্ষেত্রে তার কোন স্বার্থ থাকে না। কিন্তু কোম্পানিতে একজন পরিচালকের নিজস্ব স্বার্থ থাকে। সুতরাং বলা যায় পরিচালক কোম্পানির জিম্মাদার বা ট্রাষ্টি নয়।
একজন পরিচালককে কিভাবে তার পদ থেকে অপসারণ করা যায় অথবা পরিচালকের পদ কিভাবে শূন্য হয়ঃ কোম্পানি আইন অনুযায়ী নিম্নোক্তভাবে একজন পরিচালককে অপসারণ করা যায় বা পরিচালকের পদ শূন্য হয়-
(১) যোগ্যতা সূচক শেয়ার ক্রয় না করলে : কোন ব্যক্তিকে যোগ্যতাসূচক পরিমাণ শেয়ার না থাকা সত্ত্বেও পরিচালক হিসেবে নিয়োগ করলে দুই মাসের মধ্যে যোগ্যতাসূচক পরিমাণ শেয়ার করতে হবে। অন্যথা তাকে অপসারণ করা যাবে বা তার পদ শূন্য হবে।
(২) অপ্রকৃতিস্থ ব্যক্তি : কোন আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষণা হলে উক্ত ব্যক্তি কোন কোম্পানির পরিচালক হিসেবে অযোগ্য গণ্য হবেন বা তাকে অপসারণ করা যাবে বা পরিচালকের পদ শূন্য হবে।
(৩) দেউলিয়া হলে : কোন ব্যক্তি আদালত কর্তৃক দেউলিয়া হিসেবে ঘোষিত হলে পরিচালকের পদ শূন্য হবে বা তাকে অপসারণ করা যাবে।
(৪) অন্য কোন বিধান : কোম্পানির আর্টিক্যালে পরিচালক হওয়ার অযোগ্য অন্য কোন বিধান যুক্ত হলে কোন ব্যক্তি সেই বিধান অনুযায়ী পরিচালক হিসেবে অযোগ্য গণ্য হবেন বা পরিচালকের পদ শূন্য হবে বা তাকে অপসারণ করা যাবে।
(৫) কোম্পানি থেকে ঋণ গ্রহণ করলে : কোন পরিচালক কোম্পানি আইনের ১০৩ ধারা লংঘন করে ঋণ গ্রহণ করলে তার পদ শূন্য হবে বা তাকে অপসারণ করা যাবে।
(৬) জামানত প্রদান করলে : কোন পরিচালক কোম্পানি আইনের ১০৩ ধারা লংঘন করে ঋণের জামানত প্রদান করলে তার পদ শূন্য হবে বা তাকে অপসারণ করা যাবে।
(৭) অবৈধ ক্রয়-বিক্রয় করলে : কোন পরিচালক কোম্পানি আইনের ১০৫ ধারা লংঘন করে কোম্পানির সাথে অবৈধ ক্রয়-বিক্রয় করলে তার পদ শূন্য হবে বা তাকে অপসারণ করা যাবে।
(৮) সভায় অনুপস্থিতি : কোন পরিচালক অনুমতি ব্যতীত তিনটি সভায় অনুপস্থিত থাকলে অথবা ক্রমাগত তিন মাস সভায় অনুপস্থিত থাকলে তার পদ শূন্য হবে বা তাকে অপসারণ করা যাবে।
(৯) লাভজনক পদ গ্রহণ : সাধারণ সভার সিদ্ধান্ত ব্যতীত কোন পরিচালক যদি ব্যবস্থাপনা পরিচালক, ব্যবস্থাপক, কারিগরি উপদেষ্টা, আইন, ব্যাংকার ছাড়া অন্য কোন লাভজনক পদ গ্রহণ করেন তাহলে তার পদ শূন্য হবে বা তাকে অপসারণ করা যাবে।
(১০) শেয়ারের বকেয়া পরিশোধ না করলে : কোন পরিচালক বকেয়া পরিশোধের আবেদন জানানোর পরও যদি শেয়ারের বকেয়া পরিশোধ না করেন তাহলে তার পদ শূন্য হবে বা তাকে অপসারণ করা যাবে।
উপসংহার : কোম্পানিতে প্রত্যেক পরিচালকের যেহেতু নির্দিষ্ট পরিমাণ শেয়ার থাকতে হয় সেহেতু সকল পরিচালক কোম্পানির মালিকও বটে। কোম্পানি পরিচালনার জন্য শেয়ারহোল্ডারদের মধ্য থেকে পরিচালক নির্বাচন করা হয়। কোম্পানি পরিচালনায় পরিচালকগণই মূলত: প্রত্যক্ষভাবে অংশ গ্রহণ করেন বা কাজ করেন।
0 মন্তব্যসমূহ