তল্লাশী পরোয়ানা (Search Warrant): তল্লাশী পরোয়ানা হচ্ছে কোন গৃহ বা স্থানে তল্লাশী করার জন্য আদালতের হুকুম জারী। এ সম্পর্কে ফৌজদারী কার্যবিধির ৯৬ ধারায় বিধান রয়েছে। সেখানে বলা হয়েছে যে, যেক্ষেত্রে আদালতের এরূপ বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে, এই আইনের ৯৪ ধারা অনুযায়ী কোন ব্যক্তিকে কোন বস্তু বা দলিল আদালতে উপস্থাপন করার জন্য সমন দেয়া হয় বা ৯৫(১) ধারা অনুযায়ী রিকুইজিশন দেয়া হয় কিন্তু এদতসত্ত্বেও তা যথাযথভাবে পালিত হয় না সেক্ষেত্রে আদালত তল্লাশী পরোয়ানা জারী করতে পারেন এবং ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি সংশ্লিষ্ট স্থানে তল্লাশী বা অনুসন্ধান করতে পারে। চোরাই পণ্য বা জাল দলিল যেখানে রাখা আছে বলে আদালতের অবগতিতে থাকলে ৯৮ ধারা অনুযায়ী সেখানে তল্লাশী চালানো যায়। তল্লাশী পরোয়ানা জারী করার এখতিয়ার সম্পন্ন আদালতের আঞ্চলিক সীমানার বাইরেও এরূপ তল্লাশী চালানো যায়।
0 মন্তব্যসমূহ