প্রাথমিক তথ্য বিবরণী (FIR): প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার বলতে আমলযোগ্য অপরাধ সম্পর্কে থানায় প্রদত্ত প্রথম বিবরণকে বুঝায়, যার উপর ভিত্তি করে পুলিশ কর্মকর্তা তদন্ত কার্য শুরু করেন। সময়ের দিক দিয়ে এ বিবরণটা প্রথম দেয়া হয় বলে একে প্রাথমিক তথ্য বিবরণী বলা হয়।
এ প্রসঙ্গে ফৌজদারী কার্যবিধির ১৫৪ ধারায় বলা হয়েছে যে কোন থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট কোন আমলযোগ্য অপরাধ সংঘটন সম্পর্কে কোন সংবাদ মৌখিকভাবে প্রদান করা হলে তিনি তা লিখে তথ্য প্রদানকারীকে পড়ে শুনাবেন এবং তার স্বাক্ষর নিবেন। লিখিতভাবে প্রদত্ত বিবরণীতে তথ্য প্রদানকারী স্বাক্ষর করবেন। এর সারমর্ম উক্ত অফিসার কর্তৃক সরকারের নির্দেশিত ফরমে লিপিবদ্ধ করবেন। এটাই প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে ব্যবহৃত হবে।
ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কারণে প্রাথমিক তথ্য বিবরণী একটি গুরুত্বপূর্ণ দলিল বটে। ইহা এজাহারকারী প্রদত্ত অভিযোগ সম্পর্কে প্রাথমিক ধারণা জন্মায়। কোনরূপ উত্তেজনার বশবর্তী না হয়ে বস্তুনিষ্টভাবে এ রিপোর্ট প্রস্তুত করা হলে এর স্বাক্ষ্যগত মূল্য যথেষ্ট এবং বিচারকার্যে যথেষ্ট সহায়ক হতে পারে।
0 মন্তব্যসমূহ