মিথ্যা ট্রেড বর্ণনা বা False trade description কী?


মিথ্যা ট্রেড বর্ণনা (False trade description):
 ট্রেডমার্ক আইনে ২ ধারার (৫) উপধারা অনুযায়ী মিথ্যা ট্রেড বর্ণনা অর্থ নিম্নরূপঃ


১. কোনো পণ্য বা সেবার বিষয়ে অসত্য বা বিভ্রান্তিকর ট্রেড বর্ণনা ব্যবহার করা;

২. কোনো পণ্য বা সেবার ট্রেড বর্ণনায় এমন কিছু সংযোজন বা অবলেপন বা পরিবর্তন করা হয় যা অসত্য বা বিভ্রান্তিকর;

৩. কোনো পণ্যের ট্রেড বর্ণনায় এই মর্মে ইঙ্গিত করা যে, উক্ত পণ্যের ধারাকে রক্ষিত বা ধারণকৃত পণ্যের প্রকৃত পরিমাণ, আদর্শমানের গজ বা মিটারের মাপের পরিমাণ অপেক্ষা অধিক;

৪. কোনো পণ্যে কোনো মার্ক বা বিন্যাস বা তাদের সমন্বিতরূপ এমনভাবে প্রয়োগ করা যার দ্বারা এরূপ বিশ্বাসের উদ্রেক হতে পারে যে, উক্ত পণ্য প্রকৃত মালিক ব্যতীত অন্যকোনো ব্যক্তির মালিকাধীন; অথবা

৫. কোনো পণ্য বা সেবার ট্রেড বর্ণনায় কোনো ব্যক্তির মিথ্যা নাম বা অনুস্বাক্ষর এমনভাবে ব্যবহার করা যেন উক্ত ব্যক্তির নাম বা অনুস্বাক্ষর-

(i) কোনো ট্রেডমার্ক বা এর কোনো অংশবিশেষ নয়; 

(ii) এমন কোনো ব্যক্তির নাম বা অনুস্বাক্ষরের প্রতিরূপ বা প্রতারণামূলকভাবে এর অনুরূপ হয় যিনি একই বর্ণনার পণ্য বা সেবার ব্যবসায় পরিচালনা করে থাকেন, কিন্তু তিনি অনুরূপ নাম বা অনুস্বাক্ষর ব্যবহার করার জন্য কোনো কৰ্তৃত্ব প্রদান করেনি এবং 

(iii) কোনো কাল্পনিক ব্যক্তির নাম বা এমন কোনো ব্যক্তির নাম যিনি অনুরূপ পণ্য বা সেবার ব্যবসায় পরিচালনা করেন না; তৎসহ কোনো এবং ট্রেড বর্ণনা কোনো ট্রেড চিহ্ন বা চিহ্নের অংশ হলেও উক্ত ট্রেড বর্ণনা এ আইনের বিধান অনুসারে মিথ্যা ট্রেড বর্ণনা হিসেবে বিবেচিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক