সমষ্টিগত মার্ক বা Collective mark কী?


সমষ্টিগত মার্ক (Collective mark):
 ট্রেডমার্ক আইনের ২ (২৫) ধারানুযায়ী নিবন্ধনের আবেদনপত্রে অনুরূপ নামে অভিহিত কোনো দৃশ্যমান চিহ্ন যা-

১. বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের পণ্য বা সেবার উৎস অথবা অনুরূপ পণ্য বা সেবার গুণাগুণসহ অন্যান্য সাধারণ বৈশিষ্ট্যকে পৃথকভাবে নির্দেশ করতে সক্ষম; 

২. সমষ্টিগত মার্কের নিবন্ধিত স্বত্বাধিকারীর নিয়ন্ত্রণে অনুরূপ বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করে এবং 

৩. একই ব্যবসায়ে নিয়োজিত ব্যক্তিগণের সমন্বয় ও নিয়ন্ত্রণে গঠিত আইনগত ব্যক্তিসত্তার পণ্য বা সেবার ক্ষেত্রে ব্যবহৃত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক