অভিযোগ পত্র (Charge sheet) কি?


অভিযোগ পত্র (Charge sheet): 
কোন আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তির পর কিংবা আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে ম্যাজিষ্ট্রেট কর্তৃক নির্দেশ পাবার পর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার অপরাধের তদন্ত শুরু করেন। তদন্তের পর একটি রিপোর্ট দাখিল করেন। প্রাথমিকভাবে অপরাধ প্রমাণিত হলে আসামীর বিরুদ্ধে যে রিপোর্ট দেয়া হয় তাকে অভিযোগ পত্র বা চার্জশীট বলে। অপরাধ প্রমাণিত না হলে যে রিপোর্ট দেয়া হয় তাকে বলা হয় চুড়ান্ত রিপোর্ট।

প্রত্যেকটি অভিযোগপত্রে নিম্নোক্ত তথ্য থাকতে হবে: (ক) সংঘটিত অপরাধের পূর্ণ বিবরণ, (খ) অপরাধটি কোথায় এবং কিভাবে সংঘটিত হয়েছে তার বিবরণী, (গ) অভিযুক্ত ব্যক্তির বিবরণ ইত্যাদি।

অভিযোগপত্রের উপর ভিত্তি করেই আদালত কর্তৃক অনুসন্ধান ও বিচার কার্য চলতে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক