প্রশ্নঃ ট্রেডমার্ক ও সার্ভিসমার্ক বলতে কী বুঝ? কেন বলা হয়ে থাকে যে, 'ট্রেডমার্ক আইনটি মূলত দুটি ধারণার ওপর ভিত্তিশীল- স্বতন্ত্রতা ও বিভ্রান্তিমূলক সাদৃশ্য'। মামলার সিদ্ধান্ত হতে উদাহরণসহ আলোচনা কর।
What do you mean by Trademark and Service mark? It is said that the law of Trade Mark is based mainly on two concepts distinctiveness and deceptive similarity. Discuss with illustrations from decided cases.
ট্রেডমার্ক কিঃ ট্রেডমার্ক হচ্ছে উৎপাদনকারী কর্তৃক তার উৎপাদিত পণ্য বা বিক্রয় প্রতিষ্ঠান কর্তৃক তাদের বিক্রিতব্য পণ্যের ওপর দেওয়া একটা চিহ্ন যা দেখে ভোক্তাসাধারণ সংশ্লিষ্ট উৎপাদনকারী বা বিক্রয় প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনাম বা বিশ্বাসযোগ্যতা সম্পর্কে তাদের ইতিবাচক ধারণার সৃষ্টি হলে সেই চিহ্ন দেখে পণ্যের অর্ডার দেওয়া বা ক্রয় করে। উৎপাদনকারী বা বিক্রয় প্রতিষ্ঠানের খোঁজখবর নেওয়ার পরিবর্তে সেই চিহ্নের সাথে পরিচিত হওয়াটাই বেশি প্রচলিত ও বেশি সুবিধাজনক। একই জাতীয় পণ্যের উৎপাদনকারী বা বিক্রেতা অনেক ট্রেডমার্ক স্বতন্ত্র হওয়ায় এ ট্রেডমার্ক দেখেই ক্রেতা সাধারণ তাদের কাঙ্ক্ষিত পণ্য সংগ্রহ করে থাকে। ফলে ট্রেডমার্কের সাথে উৎপাদনকারী বা বিক্রয় প্রতিষ্ঠানের একটা সম্পর্ক গড়ে ওঠে এবং ট্রেডমার্কের সুনাম প্রতিষ্ঠিত হলে সংশ্লিষ্ট উৎপাদনকারী বা বিক্রয় প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্য নিয়ে আসে। কাজেই ট্রেডমার্কে একটা স্বার্থ বা অধিকার অর্জিত হয় যা আইন দ্বারা রক্ষা করা প্রয়োজন। প্রাচীনকাল থেকেই সকল দেশে ট্রেডমার্কের ব্যবহার হয়ে আসছে এবং কমল ল' দ্বারা সেগুলো নিয়ন্ত্রিত হয়ে থাকে। পরবর্তীকালে বিধিবদ্ধ আইন প্রণয়ন করে এগুলো নিয়ন্ত্রণ করা হয়। অনিবন্ধিত ট্রেডমার্ক কমন ল' দ্বারা এবং নিবন্ধিত ট্রেডমার্ক বিধিবদ্ধ আইন দ্বারা এগুলো নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশে বর্তমানে ২০০৯ সালের ট্রেডমার্ক আইন বলবৎ আছে এবং এর পূর্বে ১৯৪০ সালের ট্রেডমার্ক আইন প্রচলিত ছিল।
কমন ল' অনুসারে ট্রেডমার্ক হচ্ছে একটি শব্দ, কৌশল বা লেবেলের আকাশে দৃশ্যমান কোন প্রতীক যা ব্যবসায়িক পণ্যের ওপর লাগানো হয় এ উদ্দেশ্যে যে, ক্রয়েচ্ছু জনগণকে বুঝানো যে ঐ পণ্য চিহ্ন প্রদানকারী বিশেষ ব্যক্তি কর্তৃক উৎপাদিত বা বিক্রীত যা অনুরূপ পণ্য অন্যান্য উৎপাদনকারী যা বিক্রেতা হতে স্বতন্ত্র। [A trade mark is a visual symbol in the from of a word, a device or a label applied to articles of commerce with a view to indicate to the purchasing public that they are the goods manufactured or otherwise dealt is by a particular or person as distinguished from similar goods manufactured or dealt in by other persons]
বাংলাদেশের ‘ট্রেডমার্ক' আইন ২০০৯ এর ২ (২৩) ধারায় বলা হয়েছে যে, মার্ক হচ্ছে কোন ডিভাইস, ব্রান্ড, শিরোনাম, লেবেল, টিকেট, নাম, স্বাক্ষর, শব্দ, অক্ষর, প্রতীক, সংখ্যা, রং বা এগুলোর যেকোনো সমন্বয়, ২ (৮) ধারায় বলা হয়েছে যে, ‘ট্রেডমার্ক অর্থ কোন নিবন্ধিত ট্রেডমার্ক অথবা কোন পণ্যের সহিত ব্যবহৃত এমন কোন মার্ক যাতে ব্যবসায়িক উক্ত পণ্যের ওপর মার্ক ব্যবহারকারী স্বত্বাধিকারীর অধিকার রয়েছে মর্মে প্রতীয়মান হয়৷
সার্ভিস মার্কঃ কোন সেবার সহিত ব্যবহৃত এমন কোন মার্ক যাতে ব্যবসায়িক উক্ত সেবার ওপর মার্ক ব্যবহারকারীর স্বত্বাধিকারীর অধিকার রয়েছে মর্মে প্রতীয়মান হয়। সেবার সহিত ব্যবহৃত মার্ককে সার্ভিস মার্ক বলে। যেমন— হোটেল, রেস্টুরেন্ট, বিমান, লঞ্চ, ভাড়ায় চালিত কার, এজেন্সি ইত্যাদি।
ট্রেডমার্ক আইন, ২০০৯ এর ২ (৩০) ধারায় সেবার সংজ্ঞা দেওয়া হয়েছে। বলা হয়েছে সেবা অর্থ মুদ্রা বা মুদ্রামানের বিনিময়ে প্রদত্ত সেবা, তবে কোন পণ্য এর অন্তর্ভুক্ত হবে না, সাম্প্রতিককালে সেবা বা সার্ভিসের অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি পেয়েছে ব্যাপকভাবে বিধায় সার্ভিস মার্কও বেশ গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।
স্বতন্ত্রতা ও বিভ্রান্তিমূলক সাদৃশ্যঃ
স্বতন্ত্রতাঃ একই জাতীয় পণ্য বিভিন্ন প্রতিষ্ঠান উৎপাদন এবং ভোক্তাদের উদ্দেশ্যে সরবরাহ করে থাকে। কিন্তু প্রত্যেক প্রতিষ্ঠানের পণ্যের গায়ে দেওয়া ট্রেডমার্ক আলাদা থাকে। ট্রেডমার্কের প্রধান কাজই হচ্ছে এক প্রতিষ্ঠানের পণ্যকে অন্য প্রতিষ্ঠানের পণ্য হতে পৃথক হিসেবে প্রকাশ করা। এ পৃথকীকরণের বৈশিষ্ট্য হচ্ছে ট্রেডমার্কের স্বতন্ত্রতা। একটি ট্রেডমার্কের সাথে অন্য একটি ট্রেডমার্কের এমনই সাদৃশ্যপূর্ণ হয় যে মনোযোগ সহকারে না দেখলে বা না শুনলে পার্থক্য ধরাই যায় না, সেক্ষেত্রে তাকে বিভ্রান্তিমূলক সাদৃশ্যপূর্ণ বলা হয়। যেমন- এক প্রতিষ্ঠানের নারকেল তেলের ট্রেডমার্ক হচ্ছে বামদিকে মাথা ঘুরানো অবস্থায় লম্ফনরত হরিণ। অন্য এক প্রতিষ্ঠানের নারকেল তেলের ট্রেডমার্ক হচ্ছে ডানদিকে মাথা ঘুরানো অবস্থায় লম্ফনরত হরিণ। ভোক্তা সাধারণ নিশ্চয়ই হরিণের মাথা বামদিকে ঘুরানো না ডানদিকে ঘুরানো তা লক্ষ করে না। তাই এ দুটোর মধ্যে বিভ্রান্তিমূলক সাদৃশ্য রয়েছে। ট্রেডমার্ক আইন অনুযায়ী পণ্যের ট্রেডমার্ক নিবন্ধিত হয়ে থাকে। একটি ট্রেডমার্কের স্বতন্ত্রতা যদি না থাকে এবং অন্য ট্রেডমার্কের সাথে তা বিভ্রান্তিমূলক সাদৃশ্যপূর্ণ হয় তাহলে তা ট্রেডমার্ক আইন অনুযায়ী নিবন্ধিত হবে না। ট্রেডমার্কের স্বতন্ত্রতা এবং বিভ্রান্তিমূলক সাদৃশ্য– এ দুটো ধারণার ওপরই ট্রেডমার্ক আইন ভিত্তিশীল। ট্রেডমার্ক আইন ২০০৯ এর ৬ (৩) ধারায় বলা হয়েছে যে, এ আইনের উদ্দেশ্যে পূরণকল্পে, কোন পণ্য বা সেবার সহিত সম্পর্কিত ট্রেডমার্কের ‘স্বাতন্ত্র্যসূচক মার্ক’ অর্থ স্বত্বাধিকারীর পণ্য বা ক্ষেত্রমতে, সেবাকে অনুরূপ ব্যবসায় একই জাতীয় পণ্য বা সেবা হতে পার্থক্য সূচিত করে, যা সাধারণভাবে বা যেক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডমার্ক সীমাবদ্ধতা সহজ নিবন্ধনের জন্য প্রস্তুত করা হয়েছে তার সাথে সম্পর্কিত নয়, এমন ট্রেডমার্ক।
তাই বলা যায় যে, একটি ট্রেডমার্কের পৃথকীকরণের বৈশিষ্ট্যই হচ্ছে এর স্বতন্ত্রতা। এ বৈশিষ্ট্য মূলত নিম্নোক্ত দুটি শর্তের ওপর নির্ভরশীল-
প্রথমতঃ ট্রেডমার্কটি এমন হবে যেন মার্কটির বা মার্ক সংবলিত পণ্যটিকে অন্য প্রতিষ্ঠানের মার্ক বা মার্কসংবলিত পণ্য হতে আলাদা করা যায়।
দ্বিতীয়তঃ যে পণ্যের জন্য ট্রেডমার্কটি ব্যবহৃত হচ্ছে সেই পণ্যের প্রকৃতি ও গুণাগুণ হতে মার্কটির কোন সম্পর্ক থাকবে না অর্থাৎ মার্কটি যে পণ্যের সাথে ব্যবহার করা হচ্ছে সেই পণ্যের প্রকৃতি ও গুণাগুণ নির্দেশ করবে না বা পণ্যটির বর্ণনামূলক হবে না। যেমন- একটি কফির প্যাকেটের ওপর যদি 'কফি' শব্দ লেখা হয় কিংবা কফির পাতার ছবি দেওয়া হয় তা ট্রেডমার্ক হিসেবে গৃহীত হবে না, কেননা এর মধ্যে পৃথকীকরণের কোন বৈশিষ্ট্য দেওয়া যায় না। কিন্তু 'বাঘ মার্কা' যদি থাকে তবে তা স্বতন্ত্রতার বৈশিষ্ট্য বহন করে কেননা বাঘ ও কফি দুটি সম্পূর্ণ আলাদা বস্তু।
স্বতন্ত্রতা দুধরনের হতে পারে। যথাঃ সহজাত স্বতন্ত্রতা এবং বাজারে ব্যবহারের দ্বারা অর্জিত স্বতন্ত্রতা উদ্ভাবিত শব্দ, অ-বর্ণনামূলক শব্দগুচ্ছ, অ-বর্ণনামূলক কৌশল ইত্যাদি সহজাত স্বাতন্ত্র্য। যেমন- হাঁসমার্কা নারকেল তেল। এখানে হাঁসের সাথে নারকেল তেলের কোন সম্পর্ক নেই এবং তেলের কোন গুণাগুণ এতে প্রকাশ পায় না। তাই এটা একটা সহজাত স্বতন্ত্রতা। এটা বর্ণনামূলক তাপর্যপূর্ণ শব্দাবলি কিংবা কোন অখ্যাত স্থানের নামে প্রচলিত কোন পণ্য দীর্ঘদিন যাবৎ ব্যবহারের ফলে সেই বর্ণনার সাথে ভোক্তা সাধারণ এমনভাবে পরিচিত হয় যে, সেই নাম শুনলেই ঐ পণ্যের প্রতিচ্ছবি তাদের মনে ভেসে আসে। যেমন- বাটা নাম শুনলেই মানুষের মনে জুতা বা স্যান্ডেল, এর বিষয় চলে আসে। ব্যবহারের মাধ্যমে একটা মার্ক কতখানি স্বতন্ত্রতা অর্জন করেছে তা নির্ভর করে ব্যবহারের ব্যাপ্তি, পণ্যের প্রকৃতি এবং স্বতন্ত্রতার মাত্রার ওপর।
বিভ্রান্তিমূলক সাদৃশ্যঃ একটি ট্রেডমার্ক যদি অপর কোন ট্রেডমার্কের সাথে এমন সাদৃশ্য থাকে যাতে ভোক্তা সাধারণের মধ্যে প্রতারণা বা বিভ্রান্তির সৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে ট্রেডমার্কটি বিভ্রান্তিমূলক সাদৃশ্যপূর্ণ বলা যায়। অপর কোন প্রচলিত ট্রেডমার্কের সাথে যদি বিভ্রান্তিমূলক সাদৃশ্যপূর্ণ হয় তাহলে সেই মার্কটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত করা যাবে না। এরূপ বিভ্রান্তিমূলক সাদৃশ্য চেহারার মধ্যে হতে পারে যা চোখে দৃশ্যমান হয়, শব্দের মধ্যে হতে পারে যা কানে শ্রুত হয় এবং শব্দের অর্থের মেধ্য হতে পারে যা শব্দের ব্যাখ্যা দ্বারা বোধগম্য হয়। যেমন— একটি ঘোড়ার মাথা ছবি একটি ট্রেডমার্ক আছে। এমতাবস্থায় আরেকটি পণ্যের ওপর ‘ঘোড়ার মাথা' লিখে ট্রেডনাম হিসেবে নিবন্ধন করা যাবে না, কোন এটা বিভ্রান্তিকর।
বিভিন্ন মামলায় নিম্নোক্তগুলো বিভ্রান্তিমূলক সাদৃশ্যপূর্ণ হিসেবে গৃহীত হয়েছেঃ
১. 'Gluvita and 'Glucovita' - AIR 1960 SC142
2. 'Heather Fresh' and Everfresh' – (1972) RPC 799
৩. ‘Buler' and Bulova' – (1966) RPC 141
৪. একই রকম অর্থ বহন করে হেতু 'Water Matic' and 'Aquamatic সাদৃশ্যপূর্ণ – (1958) RPC 387
৫. একই কারণে “Surgan' and 'Sun' সাদৃশ্যপূর্ণ AIR 1967 Mad 148
৬. 'Rus' and 'Sanrus held Similar (1937) 54RPC 34)
৭. 'Amiritdhara' and 'Lakshmandhara' 1963 SC449 AIR
৮. 'Austa' এবং 'Rysta' শব্দ দুটি প্রায় একই শোনায় বিধায় তা বিভ্রান্তিকর (1943) 60 RPC 37
এগুলো সাদৃশ্যপূর্ণ নয় বলে আদালত রায় দিয়েছেনঃ
১. Motrote' and Filtate
২. লুঙ্গি ও রুমালে 'Bata' দিলে তা বিভ্রান্তিকর সাদৃশ্যপূর্ণ নয়। কোনা ক্রেতা সাধারণ 'Bata' বলে জুতা ও এ জাতীয় বস্তু বুঝে থাকে।
৩. সাবান বারে '777' মার্ক বিভ্রান্তির সৃষ্টি করে না, কোনা এটা তেল, সুগন্ধি ইত্যাদি দ্রব্যাদিতে ব্যবহার করা হয়।
৪. বাদীর টেলিভিশন, চলচ্চিত্র, প্রকাশনা প্রচারণা ইত্যাদি ব্যাপারে 'Granada' যথেষ্ট পরিচিতি ও সুনাম অর্জন করেছে বিধায় বিবাদীর মোটরগাড়িতে এরূপ ব্যবহার বিভ্রান্তিকর নয়।
৫. Lego Systems V. Lego (1983) FSRISS মামলায় বাদী প্লাস্টিক খেলনায় যে লেগো ব্যবহার করছেন বিবাদী সেই লেগো ব্যবহার করে আসছেন প্লাস্টিকের পানি সেচন যন্ত্রাদিতে। এখানে কোন বিভ্রান্তির সৃষ্টি করে না বিধায় নিষেধাজ্ঞা না মঞ্জুর করা হয়েছে।
৬. একটি বহুজাতিক বিদেশি কোম্পানি হচ্ছেন বাদী। এ কোম্পানি তাদের সাবানে 'Sefeguard' শব্দগুলো ব্যবহার করছেন। বিবাদী ১১ বছর যাবৎ তাদের আয়ুর্বেদীয় এন্সিসেন্সটিক ক্রিমে একই শব্দগুলো ব্যবহার করে আসছেন। এখানে কোন বিভ্রান্তির সৃষ্টি করে না বলে আদালত রায় দেন।
7. N L R 1994 Civil SC18 মামলায় সুপ্রিম কোর্ট বলেন যে ট্রেডমার্ক হিসেবে ‘সেভেন আপ' আর অপর পক্ষের ‘বাবল আপ' বিভ্রান্তিকর নয়।
একটি ট্রেডমার্কের বিভ্রান্তির সম্ভাবনা পরীক্ষা করার জন্য আদালতে সর্বক্ষেত্রেই যে বিষয়গুলোর ওপর গুরুত্ব দিয়ে থাকেন তা হচ্ছে- একটি মার্ক স্বাভাবিক অবস্থায় একজন ক্রেতা যখন পণ্যটি কিনে তখন ঐ মার্কটি তার মনে কতখানি মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া ও মানসিক সংযোগ সৃষ্টি করবে তা অনুধাবন করা। নিম্নোক্ত বিষয়গুলো এ বিষয়ে বিবেচনায় নিতে হয়ঃ
১. মার্কের প্রকৃতি অর্থাৎ এটা উদ্ভাবিত শব্দ না বর্ণনামূলক, কিংবা ভৌগোলিক নাম, বা অক্ষরাবলি না কৌশল।
২. সাদৃশ্যের মাত্রা অর্থাৎ দৃশ্যমানের ক্ষেত্রে না শ্রবণের ক্ষেত্রে বা অর্থের সাদৃশ্য।
৩. পণ্যের প্রকৃতি অর্থাৎ দুটি ট্রেডমার্কের পণ্য এক জাতীয় কি না।
৪. প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের পণ্যের উদ্দেশ্য, প্রকৃতির মধ্যে সাদৃশ্য।
৫. কোন শ্রেণির ক্রেতা সাধারণত এগুলো কিনে থাকে, তাদের শিক্ষার মাত্রা এবং কেনার সময় তাদের বুদ্ধিমত্তা ও যত্ন প্রয়োগ করে কি-না।
৬. কোন পন্থায় পণ্য ক্রয় করে থাকে সরাসরি দেখেশুনে বা ফোনের মাধ্যমে অর্ডার দেয় ইত্যাদি।
৭. অন্যান্য সংশ্লিষ্ট পরিস্থিতি।
এ বিষয়গুলো অবশ্যই এককভাবে বিবেচনা করা হয় না, সামাগ্রিকভাবে বিবেচনা করতে হয়।
0 মন্তব্যসমূহ