‘এজাহার'-এর সাক্ষ্যগত মূল্য কি? একটি চার্জশীট বা ফাইনাল রিপোর্টে কি কি বিষয়বস্তু থাকতে হবে?


প্রশ্নঃ ‘এজাহার'-এর সাক্ষ্যগত মূল্য কি? একটি চার্জশীট বা ফাইনাল রিপোর্টে কি কি বিষয়বস্তু থাকতে হবে? 

এজাহারের সাক্ষ্যগত মূল্য : আইনে প্রাথমিক তথ্য বিবরণীর কোন সাক্ষ্যগত মূল্য নেই । কিন্তু বাস্তবক্ষেত্রে এর যথেষ্ট মূল্য রয়েছে । প্রাথমিক তথ্য বিবরণী প্রদানকারীর পক্ষে বা বিপক্ষে ব্যবহার করা যায়। এটি সংঘটিত অপরাধ সম্পর্কে প্রাথমিক ধারণা দেয় এবং তদন্ত করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সুবিধা দেয় । কোনরূপ ভাবাবেগ দ্বারা আবিষ্ট না হয়ে বস্তুনিষ্ঠভাবে প্রাথমিক তথ্য বিবরণী দিলে তা বিচারকার্যে যথেষ্ট সহায়ক হতে পারে। একটা প্রাথমিক তথ্য বিবরণী সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে না বটে, কিন্তু তদন্তকার্য শুরু হবার পূর্বে পুলিশের নিকট প্রদত্ত আদালত গ্রাহ্য অপরাধ সংক্রান্ত যাবতীয় বর্ণনা প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে গণ্য হতে পারে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক