অপরাধের স্বীকারোক্তি বলিতে কি বুঝ? অপরাধ স্বীকার ও অস্বীকার করিয়া স্বীকারোক্তি বলিতে কি বুঝ?


প্রশ্নঃ অপরাধের স্বীকারোক্তি বলিতে কি বুঝ? অপরাধ স্বীকার ও অস্বীকার করিয়া স্বীকারোক্তি বলিতে কি বুঝ?

[What is a Confession? What do you mean by inculpatory and exculpatory confession?]

উত্তরঃ অপরাধের স্বীকারোক্তিঃ সাক্ষ্য আইনে স্বীকারোক্তি বা দোষ স্বীকারের কোন সংজ্ঞা দেয়া হয় নি সাধারণত অভিযুক্ত ব্যক্তি স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে যে বিবৃতি দেয় তাকে স্বীকারোক্তি বলে। সাক্ষ্য আইনে স্বীকারোক্তি বলতে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত দোষ স্বীকারমূলক বিবৃতি বুঝায় এবং ম্যাজিস্ট্রেট ব্যতীত অপর কোন ব্যক্তির নিকট এরূপ বিবৃতি দিলে তা বিচার বহির্ভূত স্বীকারোক্তি বুঝায়।

তবে শুধুমাত্র অপরাধটি স্বীকার করলে চলবে না অপরাধের সহিত সংযোগও স্বীকার করতে হবে। স্বীকারোক্তি হচ্ছে ফৌজদারী অপরাধ সংক্রান্ত বিষয় এবং সাক্ষ্য আইনের ২৪ হতে ২৬ ধারায় এ সম্পর্কে বিধি বিধান রয়েছে।

অপরাধ স্বীকার ও অস্বীকার করে স্বীকারোক্তিঃ কোন অপরাধ সংঘটনের কথা অপরাধী যদি স্বীকার করে এবং নিজে এই সংঘটনে জড়িত ছিল বলে বিবৃতি দেয় তাহলে সেই উক্তিকে অপরাধ স্বীকার করে স্বীকারোক্তি ( Inculpatory confession) বলে। পক্ষান্তরে কোন অপরাধের কথা অভিযুক্ত ব্যক্তি যদি স্বীকার করে কিন্তু ইহা সংঘটনে সে জড়িত ছিল না বলে বিবৃতি দেয় তাহলে সেই উক্তিকে অপরাধ অস্বীকার করে স্বীকারোক্তি (exculpatory confession) বলে। লাহোর হাই কোর্টের মতে, সহযোগী আসামীর বিবৃতি স্বীয় অপরাধের স্বীকৃতিমূলক অথবা স্বীয় অপরাধের অস্বীকৃতিমূলক হতে পারে [পি. এল. ডি ১৯৭৫ লাহোর র ১৫৬৯] ভারতীয় সুপ্রীম কোর্ট পালভিনদর কাউর বনাম পাঞ্জাব রাজ্য [(1953) S. C. R. 94)] মামলায় এরূপ অভিমত ব্যক্ত করেন যে, যেক্ষেত্রে আসামী এই মর্মে বিবৃতি দেয় যে, তার স্বামীর মৃতদেহ সে ট্রাংকে রেখেছিলো এবং জীপে সেটা বহন করে পরে কুয়ায় নিক্ষেপ করেছিলো, কিন্তু সে তার স্বামীকে হত্যা করেনি বলে জানায় বরং ভুলবশত: ছবি পরিষ্কার করার জন্য রক্ষিত রাসায়নিক দ্রব্য ওষুধ মনে করে খেয়ে মারা যায় বলে জানায় তাহলে তা অপরাধ অস্বীকার করে স্বীকাররোক্তি এবং তা গ্রহণযোগ্য নয়। অভিযুক্ত ব্যক্তি যদি স্বেচ্ছায় স্বীকারোক্তি প্রদান করে পরে বিচারের সময় বা তার আগে নিজের দোষ অস্বীকার করে কিংবা তা প্রত্যাহার করে তবে তাকে অস্বীকৃত স্বীকারোক্তি বা প্রত্যাহৃত স্বীকারোক্তি বলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক