“অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ” বলতে কি বুঝ? চুরির সহিত ইহার পার্থক্য নির্দেশ কর


প্রশ্নঃ
 “অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ” বলতে কি বুঝ? চুরির সহিত ইহার পার্থক্য নির্দেশ কর।

চুরি (Theft): বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৮ ধারায় চুরির সংজ্ঞা দেয়া হয়েছে। এই ধারানুসারে কারো দখল হতে তার সম্মতি ব্যতিরেকে কোন অস্থাবর সম্পত্তি অসাধুভাবে গ্রহণ করার উদ্দেশ্যে ঐ সম্পত্তি স্থানান্তর করলে তাকে চুরি বলা হয়।

অপরাধজনক সম্পত্তি আত্মসাৎঃ বাংলাদেশ দণ্ডবিধির ৪০৩ ধারায় বলা হয়েছে যে, যে ব্যক্তি অসৎভাবে কোন অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করে কিংবা নিজের ব্যবহারের জন্য রূপান্তর করে সে দু'বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হতে পারে।

আত্মসাতের উপাদানঃ 

(ক) সম্পত্তিটি অস্থাবর হতে হবে।

(খ) অভিযুক্ত ব্যক্তি তা আত্মসাত করেছে কিংবা নিজের ব্যবহারের জন্য তা রূপান্তর করেছে।

(গ) এরূপ কার্য করেছে অসৎভাবে।

অপরাধমূলক বিশ্বাসভঙ্গের উপাদান নিম্নরূপঃ

ক) অভিযুক্ত ব্যক্তির জিম্মাদারীতে সম্পত্তি দেখা হয়েছিল কিংবা এর কর্তৃত্বে দেয়া হয়েছিল।

(খ) সে ব্যক্তি তা আত্মসাৎ করেছে অথবা নিজ কাজের জন্য রূপান্তরিত করেছে বা নিজে ব্যবহার করেছে অথবা অন্য কাউকে প্রদান করেছে।

(গ) এতদসংক্রান্ত আইনের কোন নির্দেশ অমান্য করে কিংবা ব্যক্ত বা অব্যক্ত আইনানুগ চুক্তি লংঘন করে এরূপ কার্য করেছে কিংবা অন্য কাউকে দিয়ে এরূপ করায়েছে।

(ঘ) এরূপ কার্য সে অসৎভাবে করেছে।

অপরাধজনক সম্পত্তি আত্মসাত ও চুরির মধ্যে পার্থক্যঃ

অপরাধজনক সম্পত্তি আত্মসাত ও চুরি উভয় ক্ষেত্রে অস্থাবর সম্পত্তি অসৎভাবে ব্যবহার করা হয়, কিন্তু অপরাধজনক সম্পত্তি আত্মসাতের ক্ষেত্রে সম্পত্তির মালিকের বা দখলদারের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিতে অপরাধী সম্পত্তিটি নিয়ে থাকে, কিন্তু চুরির ক্ষেত্রে এরূপ সম্মতি ব্যতিরেকেই সম্পত্তিটি সে নিয়ে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক