আন্তর্জাতিক নদী কাকে বলে?


প্রশ্নঃ আন্তর্জাতিক নদী কাকে বলে? 

ভূমিকাঃ আন্তর্জাতিক নদী আইন একটি গুরুত্বপূর্ণ আইন। পূর্বের তুলনায় বর্তমানে নদীর ব্যবহার বিশেষ করে আন্তর্জাতিক নদীর ব্যবহার অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। সুতরাং আন্তর্জাতিক নদীর নানামূখী ব্যবহারের ফলে এর গুরুত্বও বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক নদী কাকে বলে (International River): যে নদী শুধু একটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে তাকে জাতীয় নদী বলে। কিন্তু যে নদী দুই বা ততোধিক দেশের ভৌগলিক সীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে তাকে আন্তর্জাতিক নদী বলে। আন্তর্জাতিক নদীর উৎস এক দেশে কিন্তু তা অন্য দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে পতিত হয়। যেমনঃ গঙ্গা নদী, দানিয়ুব নদী, রাইন নদী ইত্যাদি।

আন্তর্জাতিক নদী আইন কাকে বলেঃ আন্তর্জাতিক নদী আইন আন্তর্জাতিক আইনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আন্তর্জাতিক নদী ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন দেশের রীতি-নীতি, যোগাযোগ, প্রথা, বিধি-বিধান, বিভিন্ন দেশের পারস্পরিক সম্পর্ক, নিয়ম-কানুন, নৌ চলাচল ইত্যাদি বিষয়ে বিভিন্ন দেশের মধ্যে যে চুক্তি হয় তাকে আন্তর্জাতিক নদী আইন বলে।

আন্তর্জাতিক নদী আইনের উৎস অথবা কোন নীতিমালা অনুযায়ী নদী আইন নিয়ন্ত্রিত হয়ঃ আন্তর্জাতিক নদীর উৎসগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। নিম্নে তা উল্লেখ করা হলো-

(১) বিভিন্ন রাষ্ট্রের চুক্তি বা সন্ধি : বিভিন্ন রাষ্ট্রের চুক্তি বা সন্ধি হলো আন্তর্জাতিক নদী আইনের অন্যতম উৎস। নিম্নে কয়েকটি গুরুত্বপূর্ণ সন্ধি-চুক্তি উল্লেখ করা হলো-

(i) ভিয়েনা সম্মেলন : ১৮১৫ সালে ভিয়েনা সম্মেলনের মাধ্যমে নদী নিয়ন্ত্রণের সূচনা হয়।

(ii) দানিয়ুব নদী কমিশন গঠন : দানিয়ুব নদীতে নৌ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য ১৮৮৩ সালে আন্তর্জাতিক দানিয়ুব নদী কমিশন গঠন করা হয়।

(iii) বার্সেলোনা কনভেনশন : সকল নদীতে অবাধে নৌ চলাচলের অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯২১ সালে বার্সেলোনা কনভেনশনে একমত পোষণ করা হয়৷

(iv) প্যারিস চুক্তি : প্যারিস চুক্তিতে রাইন ও শেল্ট নদী নৌ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়।

(২) প্রথাগত আইন : আন্তর্জাতিক নদীর তীরবর্তী রাষ্ট্রসমূহ তাদের অধিকার ও পারস্পরিক দায়িত্বের বিষয়ে প্রচীনকাল থেকে যে নিয়ম অনুসরণ করে আসছে সেগুলিই হলো আন্তর্জাতিক নদী আইনের আরেকটি উৎস। এটি আন্তর্জাতিক নদী বিষয়ক প্রথাগত আইন৷

(৩) আইন বিশেষজ্ঞদের যুক্তি : বিভিন্ন আইন বিশেষজ্ঞের মতামতও আন্তর্জাতিক নদী আইনের উৎস হিসেবে গণ হয়।

উপসংহারঃ আন্তর্জাতিক নদী আইন মূলতঃ বিভিন্ন প্রথার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অর্থাৎ নদী ব্যবহারের বিভিন্ন প্রথা পরবর্তীতে আইনে রূপ লাভ করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক