প্রাথমিক তথ্য বিবরণী বলতে কি বুঝ? কে এজাহার দায়ের করতে পারে? এজাহার দায়েরে কোন সময়সীমা আছে কি না?


প্রশ্নঃ প্রাথমিক তথ্য বিবরণী বলতে কি বুঝ? কে এজাহার দায়ের করতে পারে? এজাহার দায়েরে কোন সময়সীমা আছে কি না? 

এজাহার (F. I. R) :
এজাহার বা প্রাথমিক তথ্য বিবরণী বলতে আমলযোগ্য অপরাধ সম্পর্কে থানায় প্রদত্ত প্রথম বিবরণকে বুঝায় যার উপর ভিত্তি করে তদন্ত কার্য শুরু হয় । সময়ের দিক দিয়ে এ বিবরণটা প্রথম দেয়া হয় বলে একে প্রাথমিক তথ্য বিবরণী বলা হয়। (The first information report is the earliest information of an offence.) এ প্রসঙ্গে ফৌজদারী কার্যাবিধির ১৫৪ ধারায় বলা হয়েছে যে, কোন থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট কোন আমলযোগ্য অপরাধ সংঘটন সম্পর্কে কোন সংবাদ মৌখিকভাবে প্রদান করা হলে তিনি তা লিখে তথ্য প্রদানকারীকে পড়ে শুনাবেন ও তার স্বাক্ষর নিবেন এবং লিখিতভাবে প্রদত্ত বিবরণীতে তথ্য প্রদানকারী স্বাক্ষর করবেন। এর সারমর্ম উক্ত অফিসার কর্তৃক সরকারের নির্দেশিত ফরমে লিপিবদ্ধ করবেন। এটাই প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে ব্যবহৃত হবে ।

সময়সীমা : ফৌজদারী অপরাধের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। তাই এজাহার দায়ের করার কোন সময়সীমা নাই। তবে যতশীঘ্র সম্ভব এজাহার দায়ের করা প্রয়োজন। অন্যথায় মামলাটি দুর্বল হয়ে যেতে পারে যদিও দেরী হবার কারণে তা খারিজ হয়ে যায় না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক